মুর্শিদাবাদের অনেকেই সমাজ মাধ্যমে লিখেছেন, প্রত্যাঘাতের অপেক্ষায় ছিলেন তাঁরা। চায়ের দোকান থেকে মোড়ের মাথায় আলোচনার একটিই বিষয় এখন অপারেশন সিঁদুর। সীমান্ত জুড়েও বেশ সাজো সাজো রব বর্তমান সময়ে। চায়ের দোকান থেকে পাড়ার ঠেক, সর্বত্রই এখন যুদ্ধ নিয়ে আলোচনা। ঠিক তেমনই আলোচনা চলে নিজেদের মধ্যে সীমান্তবর্তী এলাকা সাগরপাড়ায়। তাই এবার শুধু বিএসএফ নয়, চায়ের দোকান থেকে পাড়ার মোড়ে জনসংযোগে নামল পুলিশ প্রশাসনও। সীমান্তে পুলিশকে দেখা গেল অন্য ভূমিকায়।
advertisement
আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’-এর পর এবার ভারতের নয়া পদক্ষেপ! বাংলার এই জেলা কাঁপাচ্ছে বিএসএফ, কি বলছেন বাসিন্দারা
এমনিতেই অপারেশন সিঁদুর নিয়ে উচ্ছ্বসিত মুর্শিদাবাদের বাসিন্দারা। তাই এবার বিএসএফের পাশাপাশি বাড়তি নজরদারি ও সাধারণ মানুষকে বোঝানো শুরু করলেন মুর্শিদাবাদের ডোমকল মহকুমার পুলিশ। বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ডোমকল এসডিপিও শুভম বাজাজ সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ খুরশিদ আলম, পুলিশ সীমান্তের বিভিন্ন মোড় এলাকায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বোঝাচ্ছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চায়ের দোকান থেকে পাড়ার মোড় সর্বত্রই মানুষজনকে বোঝানো হয় সীমান্তে যে কোন ধরনের অপ্রীতিকার ঘটনা ঘটাবেন না বর্তমানের এই পরিস্থিতিতে। এমনকি সন্দেহজনক মানুষদের দেখলে তৎক্ষণাৎ সাগরপাড়া থানায় ফোন করে অবগতি করবেন। সীমান্তে এলাকা দিয়ে বাংলাদেশী প্রবেশ করে। ফলে তাদের ওপরেও নজরদারি করার জন্য এলাকার মানুষের কাছে আবেদন জানান সাগরপাড়া থানার পুলিশ।
কৌশিক অধিকারী





