Operation Sindoor: 'অপারেশন সিঁদুর'-এর পর এবার ভারতের নয়া পদক্ষেপ! বাংলার এই জেলা কাঁপাচ্ছে বিএসএফ, কি বলছেন বাসিন্দারা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
অপারেশন সিঁদুরের সাফল্য আত্মবিশ্বাস ফেরাল বাসিন্দাদের মনে
মুর্শিদাবাদ: অপারেশন সিঁদুরের পর মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্তে কড়া প্রহরা, দিনরাত টহলে ব্যস্ত বিএসএফ। এমনকি ব্যস্ত পুলিশ প্রশাসনও। ভারতের ‘অপারেশন সিঁদুর’ সফল হতেই মুর্শিদাবাদ জেলার সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিএসএফের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকিগুলিতে। সকাল থেকে রাত পর্যন্ত টহল ও নজরদারিতে কোন ফাঁক রাখা হবে না।
মুর্শিদাবাদ জেলার লালগোলা, জলঙ্গি, সুতি, সামশেরগঞ্জ, নিমতিতা সহ বিস্তীর্ণ এলাকা সীমান্তবর্তী এলাকা হিসেবেই পরিচিত। অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে জলঙ্গির সীমান্তে তল্লাশি অভিযান চালাচ্ছে বিএসএফ। সীমান্ত নিরাপত্তা নিয়ে কোন ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। লালগোলা ও জলঙ্গি সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন, সীমান্ত গ্রামে আতঙ্ক নয়, বরং আত্মবিশ্বাস—বিএসএফের পাশে জনতা। বিএসএফের টহলে সীমান্ত এলাকায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। কোনরকম আতঙ্ক নয়, বরং দেশের পাশে থাকার বার্তা দিচ্ছে গ্রামবাসীরা।
advertisement
advertisement
এর আগে বাংলাদেশের অস্থির পরিস্থিতির সময়ে সীমান্তে কড়া নজরদারি শুরু করে বিএসএফ। তখনও এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে এবার আবার নতুন করে অপারেশন সিঁদুরের পর মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্তে কড়া প্রহরা শুরু করা হয়েছে ।এমনকি ঝাড়খন্ড বাংলা বর্ডারেও চলছে কড়া নজরদারি। রাতে চলছে নাকা চেকিং পর্ব। সন্দেহভাজন হলেই চিহ্নিতকরণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 08, 2025 1:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Operation Sindoor: 'অপারেশন সিঁদুর'-এর পর এবার ভারতের নয়া পদক্ষেপ! বাংলার এই জেলা কাঁপাচ্ছে বিএসএফ, কি বলছেন বাসিন্দারা








