আরও পড়ুন: মীরাবাই চানু হতে চায় মায়া, দিন-রাত এক করে চলছে ওজন তোলা
দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির কালিয়াডাঙা এলাকায়। মৃত মদন দাসের বাড়ি সাগরদিঘির রামনগর এলাকায়। জানা গিয়েছে, চিকিৎসা করাতে মদন দাস ও তাঁর তার পরিবারের সদস্যরা বর্ধমানে গিয়েছিলেন। সেখানে ডাক্তার গাড়িতে করে বাড়ি ফিরছিলেন সবাই। বুধবার ভোরে সাগরদিঘির কালিয়াডাঙা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনায় আহত হন গাড়ির চালক সহ মোট চারজন। তাঁদেরকে তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসকরা মদন দাসকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গাড়ির মধ্যে থাকা আরও তিনজন গুরুতর আহত হন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অন্যদিকে, বুধবার সকালে রঘুনাথগঞ্জ থানা এলাকায় পৃথক দুটি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দু’জন। আহতরা জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার মিয়াপুর কালী মন্দিরের সামনে বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক মাছ ব্যবসায়ী। একই সঙ্গে অজগরপাড়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক মহিলা। তাঁকেও সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
কৌশিক অধিকারী