আরও পড়ুন: খাবার খেলেই গলা-বুক জ্বালা? আর খেতে হবে না মুঠো মুঠো গ্যাসের ওষুধ
স্থানীয়দের দাবি, আট ফুট গভীর চেম্বারের ভেতর মদ তৈরির উপকরণ রাখা থাকে। ওই চেম্বারের মধ্যে মই লাগিয়ে উপকরণ বের করছিলেন মুকুট সোরেন। চেম্বারের মধ্যে সৃষ্টি হওয়া বিষাক্ত গ্যাসের কবলে পরেই মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন আরও দুজন। তাদের কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যদিও বিষয়টি নিয়ে ওই কারখানার তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।
advertisement
আরও পড়ুন: রোজকার মতো সকালে বাথরুমে গেলেন গৃহবধূ, তারপরে যা হল তা হয়নি কখনই!
তবে স্থানীয় এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরেই এভাবে বেআইনী চোলাই মদ তৈরি হচ্ছিল এই এলাকায় প্রতিবাদ জানিয়েও মেলেনি কোন সুরাহা। বিষয়টি জানে প্রশাসন। তবে একশ্রেণীর মদতেই দিনের পর দিন চলছিল রমরমা ব্যবসা। এদিনের এই ঘটনার পরেই ক্ষুব্ধ বাসিন্দারা চোলাই মদের কারখানা উচ্ছেদের দাবিতে সরব হয়েছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুস্থ পরিবেশ রক্ষায় রীতিমতো প্রতিবাদ জানান এলাকার মহিলারাও। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Rudra Narayan Roy