Bathroom Incident: রোজকার মতো সকালে বাথরুমে গেলেন গৃহবধূ, তারপরে যা হল তা হয়নি কখনই!
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Bathroom Incident বাথরুমে সাত সকালে গৃহবধূর সঙ্গে যা ঘটলো, তাতে হই হই রব এলাকায়
হাওড়া: বাথরুমে গৃহবধূর সঙ্গে যা ঘটল! তার জেরে হই হই রব এলাকায়। প্রতিদিনের মতই সাত সকালে বাথরুম গিয়েছিল গৃহবধূ। যে ঘটনার সামনে এল তা আগে মোটেও আন্দাজ করতে পারেনি কেউ। ঘটনাটি ঘটেছে, বাগনান ২ নং ব্লকের হাল্যান গ্রাম পঞ্চায়েতের ছয়ানী গ্রামে।
গৃহবধূ সবিতা কর সকালে বাথরুমে গিয়ে দেখেন বালতির ভিতর একটি সাপ, সাপটির গায়ের রঙ কালো উপর সাদাটে ডোরা কাটা দাগ। এই সাপ দেখতে অনেকটা ঘর চিতির মত। পড়ে জানা জয় এটি বিষধর কালাচ সাপ।
গরম বা বর্ষার সময় গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে সাপ বেশি দেখা যায়। এই সময় নানা ভাবে সাপের সংস্পর্শে এলে কামড়ের আশঙ্কা থাকে। সাপ আত্মরক্ষার তাগিদেই কামড় দেয় সাধারণত। বিষধর সাপের কামড়ে মৃত্যু ঘটে। তবে সতর্ক এবং সচেতন থাকলে সাপ কামড়ে থেকে মৃত্যু এড়ানো যায়। তার জন্য প্রয়োজন সাপ কামড় সম্পর্কে সঠিক ধারণা বা সচেতনতা। গ্রাম অঞ্চলের মানুষের মধ্যে ভুল ধারণা থাকার ফলে সাপ কামড়ে প্রাণহানির আশঙ্কা বাড়ে৷
advertisement
advertisement
আরও পড়ুন – KKR Team News: তারকা ক্রিকেটারের চোট নিয়ে ধোঁয়াশায় অধিনায়ক শ্রেয়স, এবার রাখঢাক সরিয়ে দিলেন গৌতম গম্ভীর
বিষধর সাপ দেখলেই কিছু মানুষ যারা সাপের উপর লাঠি হাতে ঝাঁপিয়ে পড়ে প্রাণ কেড়ে নেয়। কিন্তু এখানে সাপটি দেখে পরিবেশ প্রেমী পলাশ প্রধানকে জানানহয়। সেই খবর যায়, হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের বন্যপ্রাণ উদ্ধারকারী চিত্রক প্রামানিক ও সুমন্ত দাস এর কাছে। ঘটনাস্থলে পৌঁছয় বিষধর কালাচ সাপ টি উদ্ধার করতে। উদ্ধারের পর গভীর জঙ্গলে সাপটি মুক্ত করে দেওয়া হয়।
advertisement
এ প্রসঙ্গে পরিবেশ কর্মী চিত্রক প্রামাণিক জানান, মানুষের মধ্যে সঠিক ধারণা প্রয়োজন। তাতে একদিকে যেমন সাপের প্রাণ বাঁচান সম্ভব হবে, তেমনি সাপের কামড় থেকেও প্রাণ রক্ষা হবে মানুষের।
Rakesh Maity
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2024 9:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bathroom Incident: রোজকার মতো সকালে বাথরুমে গেলেন গৃহবধূ, তারপরে যা হল তা হয়নি কখনই!