KKR Team News: তারকা ক্রিকেটারের চোট নিয়ে ধোঁয়াশায় অধিনায়ক শ্রেয়স, এবার রাখঢাক সরিয়ে দিলেন গৌতম গম্ভীর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR Team News: শাহরুখ খানের দল এখন টানা চতুর্থ ম্যাচ জেতার লক্ষ্যে
KKR Team News: কেকেআর বনাম সিএসকে ম্যাচ সোমবার৷ রাত পোহালেই কেকেআরের সামনে নিজেদের জয়ের ধারা বজায় রাখার চ্যালেঞ্জ শাহরুখের দলের সামনে৷ অন্যদিকে চেন্নাই সুপার কিংস জয় দিয়ে শুরু করলেও পরপর দুটি ম্যাচ হেরে জয়ের ধারায় ফিরতে চায় ধোনির দল৷ কিন্তু কেকেআর শিবিরে একটা চিন্তা রয়েছে৷ সেটা হল দলের তারকা ক্রিকেটারের চোটের ভয়৷ Photo Courtesy- IPL
advertisement
advertisement
advertisement
এর আগেও আবশ্য হর্ষিত রানা এই আইপিএলে বিবাদে জড়িয়েছিলেন৷ সানরাইজার্স হায়দরাবাদ বনাম কেকেআর-এর ম্যাচ চলাকালীন মায়াঙ্ক আগরওয়াল আউট হওয়ার পর তাঁর অঙ্গভঙ্গি বিতর্কে পরে৷ এরপরেই আবার রানার চোটের খবর৷ মায়াঙ্কের আউটের পর হর্ষিত রানার সেলিব্রেশনে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য বিসিসিআই জরিমানাও করে৷ Photo- File
advertisement
শ্রেয়স আইয়ারের মন্তব্যকেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার সেই সময়ে রানার চোট নিয়ে ধোঁয়াশা কাটাননি৷ তিনি চোটের গুরুত্ব নিয়ে অনিশ্চয়তা জানিয়েছিলেন৷ তবে আশা প্রকাশ করেছিলেন যে আঘাত গুরুতর নয়। তিনিও জানিয়েছিলেন রানাকে তাঁর কাঁধে আঁকড়ে ধরে থাকতে দেখেছেন কিন্তু আঘাতের গুরুত্ব সম্পর্কে নিশ্চিত ছিলেন৷ Photo- File
advertisement