TRENDING:

East Bardhaman News: ভুল করে অন্য রোগিণীকে দেওয়া হল রক্ত, গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউ-তে! শোরগোল বর্ধমান মেডিকেলে

Last Updated:

নাম বিভ্রাটে একজনের রক্ত দিয়ে দেওয়া হল অপরজনকে,ভুল রক্ত চলায় রোগীর অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় আইসিইউ-তে।চাঞ্চল্যকর অভিযোগ!ঘিরে শোরগোল বর্ধমান মেডিকেলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান, সায়নী সরকার: নাম বিভ্রাটে একজনের রক্ত দিয়ে দেওয়া হল অপরজনকে, ভুল রক্ত চলায় রোগীর অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় আইসিইউ-তে। চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল বর্ধমান মেডিকেলে। রক্ত দরকার একজনের। তার বদলে একই নামের আর রোগিনীকে দেওয়া হল সেই রক্ত। রোগীর পরিজনদের অভিযোগ, একজনের জন্য আনা রক্ত দেওয়া হয়েছে অন্য রোগীনিকে৷
নমিতা বাগদীর ছবি
নমিতা বাগদীর ছবি
advertisement

জানা গিয়েছে, ভাতারের বলগোনার বাসিন্দা নমিতা মাঝি রক্তাল্পতার উপসর্গ নিয়ে বর্ধমান মেডিক্যালের নিউ বিল্ডিং-এর তিনতলায় ভর্তি হন শনিবার সকালে। তাদের পরিবারের লোকজনকে দুটি কাগজ দিয়ে ব্ল্যাড ব্যাঙ্ক থেকে রক্ত আনতে বলা হয়। নমিতা মাঝির ছেলে সঞ্জিত মাঝি বলেন, ‘‘রক্ত আনার পর সেই রক্ত নমিতা মাঝির বদলে নমিতা বাগদি নামে অন্য একজনের শরীরে চালানো হয়। নমিতা বাগদিকে রক্ত দেওয়ার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তখনই টনক নড়ে সিস্টারদের। সঙ্গে সঙ্গে রক্ত পরিবর্তন করা হয়।’’

advertisement

আরও পড়ুন: প্রস্রাবে কি তৈরি হচ্ছে ফেনা? মুত্রের রং…এই কয়েকটি লক্ষণ দেখলে সতর্ক হয়ে যান, শরীরে দানা বাঁধছে মারাত্মক রোগ

নমিতা মাঝি নামে ৫৩ বছর বয়স্কা রোগীনির বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারের তুলসীডাঙ্গা গ্রামে। তার রক্তে হিমোগ্লোবিন কম ছিল। একই সঙ্গে ওই ওয়ার্ডেই নমিতা বাগদী নামে আরও এক রোগিনী সর্পদংশনের শিকার হয়ে চিকিৎসাধীন ছিলেন। নমিতা মাঝির জন্য রক্ত লাগবে জানতে পেরে ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত আনেন তার ছেলে সঞ্জিত মাঝি। পরে তিনি তার বৌদিকে ফোন করে জিজ্ঞেস করে জানতে পারেন, তার মাকে রক্ত দেওয়া হয়নি।

advertisement

View More

আরও পড়ুন: প্রথমে টিউশন, তারপর ইউটিউব, আর এখন…সাড়া ফেলে দিয়েছেন দাঁতনের যুবক! শিক্ষকতা করেই রোজগার লক্ষ লক্ষ, কীভাবে?

সেরা ভিডিও

আরও দেখুন
রিকশা চালিয়ে নারী নিরাপত্তার পাঠ! ১২ রাজ্য ঘুরে এবার দিঘায় হাজির সানি
আরও দেখুন

পরিবর্তে অন্যজনকে সেই রক্ত দেওয়া হয়েছে। যদিও পরে নাকি ভুল বুঝতে পেরে সেই রক্ত খুলেও নেওয়া হয় হাসপাতালের তরফে। এদিকে ভুল রক্ত চলায় নমিতা বাগদীর শরীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে তাকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল সুপারের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ভুল করে অন্য রোগিণীকে দেওয়া হল রক্ত, গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউ-তে! শোরগোল বর্ধমান মেডিকেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল