বেলা ১১টা নাগাদ বকখালিগামী পর্যটক দলের প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নামখানার সীমাবাঁধ বাস স্টপেজের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে।
আরও পড়ুন – RS 350, RS 5 New Note: ১০০ টাকা, ২০০ টাকার-র পর এবার বাজারে নতুন ৩৫০ টাকার নোট! আরবিআই জানিয়ে দিল সবটা…
advertisement
বিকট আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। প্রাইভেট গাড়িটি একেবারেই দুমড়ে মুচড়ে যায়। গাড়ির ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় বের করা হয় চালক ও পাঁচজন পর্যটককে।
স্থানীয়রা তড়িঘড়ি সকলকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। প্রাইভেট গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। বাকি চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। খবর পেয়ে কাকদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এই ঘটনার পর পথ নিরাপত্তা নিয়ে আরো সচেতনতা বাড়াতে চাইছে প্রশাসন। এই ঘটনার ভয়াবহতায় শিউরে উঠেছেন সকলে। জাতীয় সড়কে এই ঘটনার জন্য গতিকে দায়ী করছেন অনেকেই।
Nawab Mullick