আরও পড়ুনঃ কলকাতার ইকো পার্ক ছাড়ুন, ঘুরে দেখুন কলকাতার খুব কাছে এই ফিল্ম সিটি!
এরই পাশাপাশি শীতের এই সময় চিড়িয়াখানায় থাকা জীবজন্তুদের জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করে থাকে দফতর। এ বিষয়ে কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডি এফ ও বিপাশা পারুল বলেন , শীতের জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। যে জায়গাগুলোয় বেশি ঠান্ডা পড়ছে সেগুলো ডেকে দেওয়া হয়েছে।যাতে বন্যপ্রাণদের কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রয়েছে।
advertisement
এ বিষয়ে সুরুলিয়া মিনি জু-তে আসা পর্যটকেরা বলেন, কাছে পিঠে বেড়ানোর সেরা ঠিকানা এই মিনি-জু। তাঁদের খুবই ভাল লাগছে এই জু-তে এসে। বাচ্চারা খুবই আনন্দ উপভোগ করতে পারছে। একইভাবে তাঁরাও ভীষণ আনন্দ করছে বাচ্চাদের সঙ্গে। কাছে পিঠে বেড়ানোর সেরা ঠিকানা সুরুলিয়া মিনি -জু।
আরও পড়ুনঃ রান্নাঘরের এই ৫ জিনিসের কোনও এক্সপায়রি ডেট থাকে না! ব্যবহার করতে পারবেন বছরের পর বছর
এই-জু শুধু শহরবাসীর নয় পর্যটকদেরও খুবই পছন্দের একটি ডেস্টিনেশন। তাই পুরুলিয়া বেড়ানোর তালিকায় পর্যটকেরা সুরুলিয়া মিনি-জুকেও রাখেন। বিশেষ করে ছুটির দিনে মানুষের ঢল আরো বেশি নামে এখানে। আর এই জু-কে সাজিয়ে তুলতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে পুরুলিয়া, বন দফতর।
শর্মিষ্ঠা ব্যানার্জি