One Day Tourist Spot: কলকাতার ইকো পার্ক ছাড়ুন, ঘুরে দেখুন কলকাতার খুব কাছে এই ফিল্ম সিটি!

Last Updated:

One Day Tourist Spot: এখানে এককালে সিনেমার শুটিং হত। প্রতিদিন এখানে আসতেন অভিনেতা অভিনেত্রীরা। এখানে আছে স্টেশন থেকে এয়ারপোর্ট। রাজপ্রাসাদ থেকে কুঁড়েঘর, বিশাল হেক্টর জায়গা জুড়ে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে।

+
প্রয়াগ

প্রয়াগ ফিল্ম সিটি 

পশ্চিম মেদিনীপুর: এখানে এককালে সিনেমার শুটিং হত। প্রতিদিন এখানে আসতেন অভিনেতা অভিনেত্রীরা। এখানে আছে স্টেশন থেকে এয়ারপোর্ট। রাজপ্রাসাদ থেকে কুঁড়েঘর, বিশাল হেক্টর জায়গা জুড়ে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে। বাউন্ডারির মধ্যে প্রবেশ করলে এক আলাদা অনুভূতি পাওয়া যাবে। একদিকে যেমন আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারবেন তেমনই একাকীত্বে নিজের সঙ্গেও সময় কাটাতে পারবেন এখানে এলে। কলকাতার একদম কাছেই এমন সুন্দর একটা জায়গা যা আপনি হয়ত আগে কখনও দেখেননি। তাই দেরি না করে এবার এই উইকেন্ডে ঘুরে দেখুন এই জায়গা। মন ভাল হয়ে যাবে আপনার।
প্রতিদিন নিত্য নতুন ডেস্টিনেশন বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে পর্যটকদের কাছে। নদী পাহাড় বাদ দিয়ে এবার ঘুরে দেখুন এই জায়গা। যেখানে এককালে লাইট, ক্যামেরা, অ্যাকশেনে মুখরিত হত, সেই জায়গায় একবার ঘুরে দেখুন। চারিদিকে সুন্দর সুন্দর সাজানো প্রাচীর, দেওয়াল এবং প্রাচীন সভ্যতার একাধিক সাজানো গোছানো নিদর্শন। মন ভরে ছবি তুলুন। তবে এখানকার অ্যাম্বিয়েন্স আপনাকে নিয়ে যাবে একটা নতুন শহরে। কোথাও রয়েছে পার্ক, কোথাও স্টেশন, কোথাও এয়ারপোর্ট সেখানে দাঁড়িয়ে প্লেন, প্রাচীন সভ্যতার ছিঁটেফোঁটা নানান নিদর্শন। আপনার এবারের ট্যুর ডেস্টিনেশন হোক এই জায়গা।
advertisement
advertisement
মেদিনীপুর জেলায় রয়েছে এমনই এক ঘোরার অফবিট জায়গা। যা এক দিনেই ঘোরা যাবে এবং স্মৃতিতে থাকবে সারা জীবন। মেদিনীপুরের গোয়ালতোড় থেকে প্রায় ১৯ কিমি দূরে অবস্থিত এক শুনশান নগরী। এই শহরে থাকার জন্য সমস্ত কিছুই আছে। আছে ঘর, স্টেশন প্লাটফর্ম এমনকী এয়ারপোর্ট শুধু নেই জনমানব। মেদিনীপুর শহর থেকে হাতেগোনা কয়েক কিলোমিটার দূরে এই সিনেমার জায়গা। বেশ কয়েক হেক্টর জায়গায় তৈরি এই সাজানো গোছানো এই নগরী থেকে ঘুরে আসুন একবার। পশ্চিম মেদিনীপুর জেলার এমনই এক সুন্দর জায়গাটি হল প্রয়াগ ফিল্ম সিটি।প্রায় বেশ কয়েকশো একর জায়গা জুড়ে বিস্তৃত এই ফিল্ম সিটি।ভেতরে প্রবেশ করলে একটা আলাদা অনুভুতি মিলবে। মূলত নানা সিনেমা, ওয়েব সিরিজ শ্যুটিং এর জন্য সাজানো হয়েছিল ফিল্ম সিটি। বেশ কিছু হিন্দি, বাংলা সিনেমা শ্যুটিং হয়েছে এখানে। তবে নানা কারণে এখন তেমন শ্যুটিং হয়না। তবে এই সাজানো গোছানো ছবির নগরীতে এলে মন জুড়িয়ে যাবে।
advertisement
এই ফিল্ম সিটিটি অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের কাছে অবস্থিত ডুকিতে। কলকাতা থেকে চন্দ্রকোনা রোড আসা সুলভ। বাস কিংবা ট্রেনের যাত্রাও সুলভ। কলকাতা থেকে খুব কাছে পিঠে রয়েছে এই ফিল্ম সিটি। বাসে এলে ডুকিতে নামতে হবে অথবা বাইকে আসা যাবে কিংবা ছোট গাড়ি করে এলে চন্দ্রকোনা রোড বাস স্টপে নামলে টোটো বা ছোট গাড়ি করে পৌঁছে যাওয়া যাবে। ভেতরে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন যে সেটা অন্য কোথাও পাবেন না। সারাটা দিন কেমন করে কেটে যাবে টেরই পাবেন না। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/ECXQ5TK9H52rGunj9
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
One Day Tourist Spot: কলকাতার ইকো পার্ক ছাড়ুন, ঘুরে দেখুন কলকাতার খুব কাছে এই ফিল্ম সিটি!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement