আরও পড়ুন:
২০২৫ সালের ২৩ জানুয়ারি নেতাজির ১২৯ তম জন্মদিন পালিত হচ্ছে পুরুলিয়ার বিভিন্ন জায়গায়। ব্যতিক্রম নয় পুরুলিয়া শহরের নীলকন্ঠ নিবাস। এখানেও নেতাজির জন্মজয়ন্তী মহাসড়ম্বরে পালিত হচ্ছে। নেতাজির মূর্তিতে মাল্যদান করে এই অনুষ্ঠানের সূচনা হয় এইদিন। গোটা নীলকন্ঠ নিবাস সারাটা বছর এই দিনের অপেক্ষায় থাকেন। নানানা সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় নেতাজির জন্মদিনে। বহু মানুষ ভিড় করেন পুরুলিয়া শহরের এই নীলকন্ঠ নিবাসে। আজও যেন এই নীলকন্ঠ নিবাসীরা নেতাজীর স্মৃতিচারণ করে।
advertisement
আরও পড়ুন: ‘নেতাজি’ হয়ে ওঠার দুষ্প্রাপ্য ছবি! দেশলাই কাঠি দিয়ে তৈরি প্রতিকৃতি দেখলে অবাক হবেন
এ বিষয়ে নীলকন্ঠ চট্টোপাধ্যায়ের ছোট ছেলে রাজশ্রী চট্টোপাধ্যায় বলেন , এইদিন তাদের কাছে বিরাট বড় দিন। তারা ভাগ্যবান যে তাদের বাড়িতে নেতাজি রাত্রি যাপন করেছিলেন। এই বাড়িতে নেতাজির সংগ্রহশালা তৈরি করতে চান তিনি। সরকারি সহযোগিতা পেলে সেই কাজ সম্পন্ন করতে পারবেন।
আরও পড়ুন: বর্ধমানে গান গাইতে এসে ‘বিশেষ’ উপহার পেলেন গায়ক অনুপম, শুনলে অবাক হবেন
নীলকন্ঠ নিবাসে ২৩জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উদযাপনে অংশগ্রহণ করতে পেরে খুশি শহরবাসী। তাদেরও ভীষণ ভালো লাগে এই অনুষ্ঠানের অংশগ্রহণ করতে পেরে।
নেতাজির জন্মদিন উপলক্ষে সেজে উঠেছে গোটা নীলকন্ঠ নিবাস। তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নীলকন্ঠ নিবাসের সদস্যরা।
শর্মিষ্ঠা ব্যানার্জি