Malda News: সুভাষ থেকে 'নেতাজি' হয়ে ওঠার দুষ্প্রাপ্য ছবি! দেশলাই কাঠি দিয়ে তৈরি প্রতিকৃতি দেখলে অবাক হবেন

Last Updated:

নেতাজির বিভিন্ন সময়ে প্রায় ৬০ টি ছবি, নিজের হাতে দেশলাই কাঠি দিয়ে তৈরি করেছেন নেতাজির প্রতিকৃতি, গ্রন্থাগারিকের সংগ্রহশালায় নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন

+
নেতাজির

নেতাজির দুষ্প্রাপ্য ছবির সংগ্রহশালা 

মালদহ: কীভাবে সুভাষচন্দ্র বসু থেকে ‘নেতাজি’ হয়ে উঠলেন। তাঁর প্রতিটি ছবি রয়েছে সংগ্রহশালায়।‌ ছোট বেলার ছবি থেকে নেতাজির বিভিন্ন সময়ের, বয়সের প্রায় ৬০ টি ছবি রয়েছে মালদহের গ্রন্থাগারিক সুবীর কুমার সাহার কাছে। যা বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। শুধু তাই নয়, নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দেশলাই কাঠি দিয়ে তৈরি করেছেন প্রতিকৃতি। দেশলাই কাঠি ভেঙে আঠার সাহায্য ফুটিয়ে তুলেছেন নেতাজির ছবি। এই ছবি তৈরি করতে সময় লেগেছে প্রায় একমাস। দেশলাই কাঠির নেতাজি তিনি তাঁর প্রদর্শনীতে রেখেছেন।
তাঁর দেশপ্রেম সকলের সামনে তুলে ধরতে নেতাজি সম্পর্কিত ডাকটিকিট, কয়েন, পত্রিকা, বই সমস্ত কিছুই রেখেছেন নিজের সংগ্রহশালায়। গ্রন্থাগারিক সুবীরকুমার সাহা জানান, ‘বিভিন্ন সময়ে প্রায় ৬০টি ছবি রয়েছে সংগ্রহশালায়। যেগুলি সহজে দেখা যাবে না। এছাড়াও নেতাজির নানান সামগ্রী রয়েছে। আমি নিজে দেশলাই কাঠি দিয়ে তৈরি করেছি নেতাজির প্রতিকৃতি।
advertisement
advertisement
বর্তমান প্রজন্মের কাছে নেতাজির দেশ প্রেম তুলে ধরতে এমন উদ্যোগ পরিকল্পনা আমার। মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় প্রদর্শনী করে থাকি এইগুলো নিয়ে। একদিনে সম্ভব হয়ে ওঠেনি এতকিছু সংগ্রহ। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধীরে ধীরে নেতাজি সম্পর্কিত নানান সামগ্রী তিনি সংগ্রহ করে চলেছেন।’
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: সুভাষ থেকে 'নেতাজি' হয়ে ওঠার দুষ্প্রাপ্য ছবি! দেশলাই কাঠি দিয়ে তৈরি প্রতিকৃতি দেখলে অবাক হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement