Sanjay Roy: সাজা ঘোষণার পর দুটি ছোট্ট জিনিস চাইল সঞ্জয়, কী ইচ্ছে তার? অবাক জেল কর্তারাও

Last Updated:
প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডের তিন নম্বর সেলে একাই রাখা হয়েছে সঞ্জয়কে৷ তার উপরে সর্বক্ষণ কড়া নজর রাখছেন কারারক্ষীরা, রয়েছে সিসিটিভি নজরদারিও৷
1/7
সোমবার আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছিল শিয়ালদহ আদালত৷ তার পর আরজি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে৷ তার পর মঙ্গলবারই প্রথম প্রেসিডেন্সি জেলের ভিতরে নিজের সেল থেকে বাইরে বের হয় সঞ্জয়৷
সোমবার আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছিল শিয়ালদহ আদালত৷ তার পর আরজি কর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে৷ তার পর মঙ্গলবারই প্রথম প্রেসিডেন্সি জেলের ভিতরে নিজের সেল থেকে বাইরে বের হয় সঞ্জয়৷
advertisement
2/7
সূত্রের খবর, সাজা ঘোষণার পর প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে দুটি জিনিস চেয়েছে সঞ্জয়৷ জেল সূত্রে খবর, একটি খাতা এবং পেন চেয়েছে আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনে সাজাপ্রাপ্ত সঞ্জয়৷
সূত্রের খবর, সাজা ঘোষণার পর প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে দুটি জিনিস চেয়েছে সঞ্জয়৷ জেল সূত্রে খবর, একটি খাতা এবং পেন চেয়েছে আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনে সাজাপ্রাপ্ত সঞ্জয়৷
advertisement
3/7
যদিও খাতা এবং পেন নিয়ে সঞ্জয় কী লিখতে চায়, তা জানে না জেল কর্তৃপক্ষ৷ তবে বন্দি হিসেবে এই দুটি জিনিস চাইলে তা পাওয়ার অধিকারী সঞ্জয়৷
যদিও খাতা এবং পেন নিয়ে সঞ্জয় কী লিখতে চায়, তা জানে না জেল কর্তৃপক্ষ৷ তবে বন্দি হিসেবে এই দুটি জিনিস চাইলে তা পাওয়ার অধিকারী সঞ্জয়৷
advertisement
4/7
প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিচারাধীন বন্দিদের তুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের দিনের বেলায় তুলনামূলক ভাবে বেশিক্ষণ তাঁদের সেলের বাইরে রাখা হয়৷ যদিও সঞ্জয়ের নিরাপত্তার কথা ভেবেই তাকে খুব বেশি সময় সেলের বাইরে থাকতে দেওয়া হবে না৷
প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিচারাধীন বন্দিদের তুলনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের দিনের বেলায় তুলনামূলক ভাবে বেশিক্ষণ তাঁদের সেলের বাইরে রাখা হয়৷ যদিও সঞ্জয়ের নিরাপত্তার কথা ভেবেই তাকে খুব বেশি সময় সেলের বাইরে থাকতে দেওয়া হবে না৷
advertisement
5/7
প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডের তিন নম্বর সেলে একাই রাখা হয়েছে সঞ্জয়কে৷ তার উপরে সর্বক্ষণ কড়া নজর রাখছেন কারারক্ষীরা, রয়েছে সিসিটিভি নজরদারিও৷
প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডের তিন নম্বর সেলে একাই রাখা হয়েছে সঞ্জয়কে৷ তার উপরে সর্বক্ষণ কড়া নজর রাখছেন কারারক্ষীরা, রয়েছে সিসিটিভি নজরদারিও৷
advertisement
6/7
এর আগে জানা গিয়েছিল, শিয়ালদহ আদালত তাকে আমৃত্যু কারাবাসের শাস্তি দেওয়ার পর সঞ্জয় আইনজীবীদের জানিয়েছিল, এই ঘটনায় তার বদনাম হয়ে গেল৷ আদালতেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সঞ্জয়৷
এর আগে জানা গিয়েছিল, শিয়ালদহ আদালত তাকে আমৃত্যু কারাবাসের শাস্তি দেওয়ার পর সঞ্জয় আইনজীবীদের জানিয়েছিল, এই ঘটনায় তার বদনাম হয়ে গেল৷ আদালতেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সঞ্জয়৷
advertisement
7/7
তবে সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের শাস্তির বদলে তার ফাঁসি চেয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার এবং সিবিআই৷ ফল প্রাণদণ্ড হওয়ার আশঙ্কা এখনও থেকেই যাচ্ছে সঞ্জয় রাইয়ের৷
তবে সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের শাস্তির বদলে তার ফাঁসি চেয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার এবং সিবিআই৷ ফল প্রাণদণ্ড হওয়ার আশঙ্কা এখনও থেকেই যাচ্ছে সঞ্জয় রাইয়ের৷
advertisement
advertisement
advertisement