সূত্রের খবর, একটি ইঞ্জিন চালিত ভ্যানে পাট বোঝাই করে নিউ ফরাক্কা ১২ নম্বর জাতীয় সড়কে দিয়ে মালদহের দিকে যাচ্ছিল। সেই সময় কর্তব্যরত পুলিশের ASI ওই ইঞ্জিন ভ্যানটিকে আটকে দেয় এবং জানান জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার অনুমতি নেই। কিছুক্ষনের মধ্যেই সেই পাটের মালিক নিউ ফরাক্কা ট্রাফিক মোড়ে এসে কর্তব্যরত পুলিশের ASI সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অভিযোগ, তাতেই আহত হন ওই সাব-ইন্সপেক্টর।
advertisement
আরও পড়ুনঃ ভারতের বুকে এ যেন অবিকল ‘নায়াগ্রা’ জলপ্রপাত! করৌলির সৌন্দর্য অবর্ণনীয়, ছবি দেখলে চোখ সরবে না
পাট মালিক বেওয়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বলে নিজের পরিচয় দেন। এমনকি বিভিন্ন ভাষায় কটূ মন্তব্য করছিলেন বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা হয় পাট মালিককে। পুলিশ জানিয়েছে, বেওয়া-১ উপ-প্রধান তারিকুল শেখ তার জমির পাট একটি ইঞ্জিনচলিত ভ্যানে মালদহ পাঠাচ্ছিলেন। নিউ ফরাক্কা ট্রাফিক মোড়ে সেই ভ্যান আটক করে পুলিশের কর্তব্যরত এএসআই তাপস ঘোষ। চালককে একটি লিখিত দিতে বলে। আর এই নিয়ে ভ্যানের চালক বিষয়টি পাট মালিককে জানান তড়িঘড়ি। বেশ কিছুক্ষন পর পাটের মালিক এসে কর্তব্যরত পুলিশ তাপস ঘোষকে হেনস্তা করে বলে অভিযোগ। এই বিষয়ে সাব-ইন্সপেক্টর তাপস ঘোষ লিখিত অভিযোগ দায়ের করেন। আজ বেওয়া-১ এর উপ-প্রধান তারিকুল শেখকে আদালতে পাঠায় ফরাক্কা থানার পুলিশ।
তারিকুল সেখকে জানান, আমি বেওয়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। আমার নিজস্ব পাট একটি ইঞ্জিন চালিত ভ্যানে করে মালদহে পাঠাচ্ছিলাম। সেই ইঞ্জিন চালিত গাড়িটি ট্রাফিক মোড়ে আটকায় পুলিশ। চাবি নিয়েছিল পুলিশ, বলেই পাল্টা দাবি করেন তিনি। পুলিশকে এই নিয়ে জিজ্ঞাসা করতে গিয়ে কথা কটাকাটি হয়, এছাড়া আর কিছু হয়নি বলেই তাঁর দাবি। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।






