আরও পড়ুন: নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ভুলেছে সবাই, স্নায়ুর রোগে বিছানায় মিশে যাচ্ছেন গোপাল
ততক্ষণে দেহটি প্রায় মাঝ পুকুরে পৌঁছে গিয়েছে ভাসতে ভাসতে। পুকুর ঘাটে রাখা লাঠি ও জুতো দেখে অনুমান করা হয় প্রাতঃভ্রমণ করতে এসে পুকুরে নামতেই ঘটেছে বিপত্তি। এরপর খবর দেওয়া হয় স্থানীয় অশোকনগর থানায়। অশোকনগর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। দেহটি পাড়ে তুলতেই স্থানীয়রা চিনতে পারেন। জানা যায় স্থানীয় মিতালি ক্লাব এলাকার বছর ৬২-এর বৃদ্ধা কেয়া গাঙ্গুলির দেহ। স্বামী অধীর গাঙ্গুলি দীর্ঘদিন ধরেই অসুস্থ। বার্ধক্য জনিত কারণে ওই মহিলাও কিছুটা দুর্বল ছিলেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পুকুর থেকে যখন ওই বৃদ্ধার দেহ উদ্ধার হয় সেই সময় বাড়িতে ছেলে অভীক গাঙ্গুলি ঘুমোচ্ছিলেন। তবে কী কারণে ওই বৃদ্ধা পুকুর ঘাটে এসেছিলেন তা এখনও স্পষ্ট নয়। এদিকে প্রতিবেশীদের থেকে মায়ের মৃত্যু সংবাদ শুনে রীতিমতো ছুটে আসেন ছেলে। দেহ সনাক্তকরণের পর পুলিশ নিয়মমাফিক সেটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। প্রাতঃভ্রমণে এসেই কোনওভাবে পুকুরে পড়ে গিয়ে ওই বৃদ্ধা মারা গিয়েছেন নাকি এর পিছনে অন্য কোন কোন কারণ আছে তা খতিয়ে দেখছে অশোকনগর থানার পুলিশ।
রুদ্রনারায়ণ রায়