Uttar Dinajpur News: নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ভুলেছে সবাই, স্নায়ুর রোগে বিছানায় মিশে যাচ্ছেন গোপাল

Last Updated:

স্বামীকে সুস্থ করতে সকলের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছেন তাঁর স্ত্রী। ৪০ বছরের যুবক গোপাল নাগের সংসারে রয়েছে মা, বাবা, স্ত্রী ও দশ বছরের শিশু পুত্র

+
গোপাল 

গোপাল 

উত্তর দিনাজপুর: স্নায়ুর রোগ কেড়ে নিয়েছে চলাফেরার ক্ষমতা। বিছানায় শুয়ে বাঁচার করুণ আর্তি গোপালের। না কোন‌ও বাচ্চা ছেলে নয়, বরং গোপালবাবু বলাটাই যুক্তিযুক্ত হবে। বছর দশেক আগেও আর দশটা সাধারণ মানুষের মতই স্বাভাবিক জীবনযাপন করতেন রায়গঞ্জের মিলন পাড়ার বাসিন্দা গোপাল নাগ। পরবর্তীতে তাঁর শরীরে বাসা বাঁধে স্নায়ুর জটিল রোগ। ধীরে ধীরে হারিয়ে ফেলতে থাকেন চলাফেরার ক্ষমতা। বর্তমানে গোপাল নাগ চলাফেরার ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে একেবারেই শয্যাশায়ী হয়ে পড়েছেন।
এই পরিস্থিতিতে গোপালবাবুর সংসার কীভাবে চলবে তা নিয়ে চিন্তায় পড়েছে পরিবার। স্বামীকে সুস্থ করতে সকলের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছেন তাঁর স্ত্রী। ৪০ বছরের যুবক গোপাল নাগের সংসারে রয়েছে মা, বাবা, স্ত্রী ও দশ বছরের শিশু পুত্র। পাঁচ জনের সংসারে নিদারুণ অর্থাভাব। অর্থের অভাবে চিকিৎসা প্রায় বন্ধ। বর্তমানে পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি তাঁর ৭০ বছরের বৃদ্ধ বাবা শিবু নাগ। তিনি একটি স্কুলের নাইট গার্ডের কাজ করে যে সামান্য টাকা পান তা দিয়েই চলে সংসার।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
চোখের সামনে ছেলেটি এভাবে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখে কী করবেন ভেবে কুল পাচ্ছেন না শিবুবাবু। এখনও পর্যন্ত মেলেনি কোনও সাহায্য। গোপালবাবুর স্ত্রী পূজা নাগ খানিকটা অভিমানী গলায় বলেন, “আমাদের পাশে কেউ নেই। অথচ ভোটের আগে সবাই অনেক কথাই বলে গিয়েছিলেন। জানি না কীভাবে স্বামীকে বাঁচাতে পারব।” চিকিৎসা না পেয়ে বিছানায় শুয়ে শুয়ে এখন মৃত্যুর সঙ্গে কার্যত লড়াই করে চলছেন গোপাল নাগ। তাঁর পরিবারের একটাই আর্জি, সাহায্যের হাত বাড়িয়ে আবার আগের জীবনে ফিরিয়ে দেওবার বন্দোবস্ত করা হোক গোপালবাবুকে।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Uttar Dinajpur News: নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ভুলেছে সবাই, স্নায়ুর রোগে বিছানায় মিশে যাচ্ছেন গোপাল
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement