Bankura News: বয়স ৪০ পেরিয়ে গিয়েছে তাতে কী! ব্যাট হাতে মাঠ কাঁপালেন ওঁরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
বাঁকুড়া জেলার এই অভিনব ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে রীতিমত দাদাগিরি দেখাতে দেখা গেল চল্লিশ ঊর্ধ্বদের। যা দেখে এলাকার দর্শকরাও ব্যাপক খুশি হয়েছেন
বাঁকুড়া: এবার ২২ গজে ‘চক দে ইন্ডিয়া’! ব্যাট এবং বল হাতে ভেল্কি দেখালেন চল্লিশ ঊর্ধ্বরা। শুনে অবাক হচ্ছেন তো? সত্যিই এমন ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়া জেলার জগদল্লা গোড়াবাড়ি ফুটবল ময়দান। গোড়াবাড়ি সমাজসেবী সংস্থার তরফে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়, যেখানে খেলল চল্লিশ ঊর্ধরা।
বাঁকুড়া জেলার এই অভিনব ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে রীতিমত দাদাগিরি দেখাতে দেখা গেল চল্লিশ ঊর্ধ্বদের। যা দেখে এলাকার দর্শকরাও ব্যাপক খুশি হয়েছেন। এই টুর্নামেন্টের অন্যতম আয়োজক হিমাংশু দাস জানান, বর্তমান মানুষ খেলাধুলো ভুলে যাচ্ছে। সবাই মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। আবার খেলাধুলোয় উদ্বুদ্ধ করতেই এমন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
ক্রীড়াপ্রেমী রাজু চৌধুরী জানান, বর্তমান প্রজন্ম ক্রমশ খেলাধুলো থেকে হারিয়ে যাচ্ছে। বয়স্করা খেলছে এটা দেখে পরবর্তী প্রজন্ম’ও উৎসাহ পাবে। এদিনের এই মজার খেলা দেখতে হাজির হয়েছিলেন বহু ক্রিকেটপ্রেমী। এদিকে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীরাও বহুদিন পর ব্যাট-বল হাতে তুলে নিতে পেরে বেশ খুশি হয়েছেন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 12:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বয়স ৪০ পেরিয়ে গিয়েছে তাতে কী! ব্যাট হাতে মাঠ কাঁপালেন ওঁরা