উত্তরপাড়া ভদ্রকালীর ৮৯ রামলাল দত্ত রোডের বাসিন্দা প্রভাত কুমার সরকার কেন্দ্রীয় সরকারের অডিট বিভাগের প্রাক্তন কর্মী। তাঁর উত্তরপাড়া বন্ধন ব্যাঙ্কে সেভিংস একাউন্ট রয়েছে। সেই ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে বুধবার তাকে একজন ফোন করেন। বলা হয় কেওয়াইসি আপডেট করতে হবে। একটা ওটিপি গেছে সেটা বলতে। বৃদ্ধ প্রথমে ওটিপি দিতে অস্বীকার করেন। প্রতারক তাকে বোঝায় ওটিপি না দিলে কেওয়াইসি আপডেট হবে না সেক্ষেত্রে একাউন্ট বন্ধ হয়ে যাবে।
advertisement
আরও পড়ুনঃ South Indian Food: অল্প দামে দক্ষিণ ভারতীয় খাবারের নতুন ঠিকানা! ধোসার ভ্যারাইটি দেখলে মাথা ঘুরবে
এরপর ওটিপি দিতে থাকেন আর পরপর চার বারে মোট ৪ লাখ ৭৬ হাজার ৭৩৯ টাকা গায়েব হয়ে যায়। পরে যখন বুঝতে পারেন আর কিছু করার ছিল না। এরপর প্রতারিত বৃদ্ধ ব্যাঙ্কে গিয়ে বিষয়টি জানান। ব্যাঙ্ক পুলিশে অভিযোগ করতে বলে। উত্তরপাড়া থানায় এবং চন্দননগর পুলিশের সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেন প্রতারিত। তদন্ত শুরু করেছে পুলিশ।