South Indian Food: অল্প দামে দক্ষিণ ভারতীয় খাবারের নতুন ঠিকানা! ধোসার ভ্যারাইটি দেখলে মাথা ঘুরবে

Last Updated:
West Bardhaman News: দক্ষিণ ভারতীয় খাবারের একটি রেস্তোরাঁ। যেখানে মশলা ধোসা, প্লেন ধোসা, মহীশূর ধোসা সহ পাবেন দক্ষিণ ভারতের খাবারের খনি।
1/5
দুর্গাপুরে দক্ষিণ ভারতীয় খাবারের নতুন ঠিকানা। এক ছাদের তলায় পেয়ে যাবেন নানা রকমের ধোসা। এছাড়াও অন্যান্য রয়েছে দক্ষিণ ভারতীয় খাবারের খনি।
দুর্গাপুরে দক্ষিণ ভারতীয় খাবারের নতুন ঠিকানা। এক ছাদের তলায় পেয়ে যাবেন নানা রকমের ধোসা। এছাড়াও অন্যান্য রয়েছে দক্ষিণ ভারতীয় খাবারের খনি।
advertisement
2/5
দুর্গাপুরের সগরভাঙ্গায় শুরু হয়েছে দক্ষিণ ভারতীয় খাবারের একটি রেস্তোরাঁ। যেখানে মশলা ধোসা, প্লেন ধোসা, মহীশূর ধোসা সহ নানা রকম দক্ষিণ ভারতীয় খাবার রয়েছে।
দুর্গাপুরের সগরভাঙ্গায় শুরু হয়েছে দক্ষিণ ভারতীয় খাবারের একটি রেস্তোরাঁ। যেখানে মশলা ধোসা, প্লেন ধোসা, মহীশূর ধোসা সহ নানা রকম দক্ষিণ ভারতীয় খাবার রয়েছে।
advertisement
3/5
তবে এই রেস্তোরাঁয় মহীশূর ধোসা সবথেকে বেশি জনপ্রিয়। নানারকম মশলার সঙ্গে নারকেলের চাটনি। বারবার কাছে ডাকছে ধোসা প্রেমীদের।
তবে এই রেস্তোরাঁয় মহীশূর ধোসা সবথেকে বেশি জনপ্রিয়। নানারকম মশলার সঙ্গে নারকেলের চাটনি। বারবার কাছে ডাকছে ধোসা প্রেমীদের।
advertisement
4/5
ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার। সবসময়য়ের জন্যই দক্ষিণ ভারতীয় খাবারের নানান সম্ভার রয়েছে এই রেস্তোরাঁর কাছে। ফলে সকাল, দুপুর, বিকেল যেকোনও সময় এখানে আপনি যেতে পারেন।
ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনার। সবসময়য়ের জন্যই দক্ষিণ ভারতীয় খাবারের নানান সম্ভার রয়েছে এই রেস্তোরাঁর কাছে। ফলে সকাল, দুপুর, বিকেল যেকোনও সময় এখানে আপনি যেতে পারেন।
advertisement
5/5
সাজানো গোছানো এই রেস্তোরাঁয় খাবারের দামও সাধ্যের মধ্যে। মূলত ৯০ টাকা থেকে ধোসার দাম শুরু হচ্ছে। মহীশূর ধোসার দাম রয়েছে নাগালের মধ্যে।
সাজানো গোছানো এই রেস্তোরাঁয় খাবারের দামও সাধ্যের মধ্যে। মূলত ৯০ টাকা থেকে ধোসার দাম শুরু হচ্ছে। মহীশূর ধোসার দাম রয়েছে নাগালের মধ্যে।
advertisement
advertisement
advertisement