জানা গিয়েছে, সোমবার রাতে ৭৩ বছর বয়সী উত্তর দমদম ছাতাকল এলাকার বাসিন্দা সুকুমার সাহা রায় কলকাতা জিপিও থেকে উবার ক্যাব বুক করেন। গন্তব্য ছিল দমদমের বাড়ি। গাড়ি থেকে নামার পর তিনি বুঝতে পারেন, তাঁর একটি ব্যাগ গাড়িতেই রয়ে গিয়েছে। ওই ব্যাগে ছিল প্রায় ১,৩৫,০০০ টাকা নগদ, তাঁর পাসপোর্ট এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। ঘটনার পরপরই নাগেরবাজার থানার অন্তর্গত ঘুঘুডাঙ্গা আউট পোস্টে গোটা বিষয়টি জানান।
advertisement
আরও পড়ুন: ল’ কলেজে এল ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এক ঘণ্টা চলল আলোচনা! সদুত্তর মিলল কি?
এরপরই ওই অ্যাপ ক্যাবের সন্ধান শুরু করেন তদন্তকারীরা। অপরদিকে, ওই ক্যাব চালক নিজে থেকেই থানায় হাজির হন এবং সুকুমারবাবুর পুরো টাকা, পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র ফেরত দেন। এই ঘটনায় প্রবীণ ব্যক্তি সুকুমারবাবু-সহ তাঁর পরিবার পুলিশ ও ওই ক্যাব চালককে ধন্যবাদ জানিয়েছেন। উবার চালকের সততা ও মানবিকতারও প্রশংসায় করেছেন সচেতন নাগরিকরা।