South Calcutta Law College: ল' কলেজে এল ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এক ঘণ্টা চলল আলোচনা! সদুত্তর মিলল কি?
- Published by:Rachana Majumder
- Reported by:Sudipta Sen
Last Updated:
দু-দিন আগেই গত সোমবার কসবার ল কলেজের পড়ুয়ারা বেশ কিছু অভিযোগ তুলে ধরেছিলেন সংবাদমাধ্যমের কাছে। উপাধ্যক্ষকে তাঁদের ডেপুটেশন দিতে চেয়েছিলেন, যদিও সেদিন নয়না চট্টোপাধ্যায় আসেননি৷
কলকাতা: ডিন অফ ল যতীন্দ্রকুমার রায়, তনুকা চক্রবর্তী, ইনস্পেক্টর অফ কলেজেস দেবাশিস বিশ্বাস-সহ ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আজ সাউথ কলকাতার ল কলেজে এসেছিল সেই প্রতিনিধি দল। কসবার ল কলেজে গ্রাউন্ড ফ্লোরে পুলিশের নিরাপত্তার মাঝেই চেয়ার নিয়ে বসলেন তাঁরা। তাদেরই সঙ্গে কলেজে এলেন কলেজের উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়। বিচারাধীন পরিস্থিতিতে কলেজের ভিতরে না বসে এক ঘণ্টার আলোচনা চলল পুলিশি নিরাপত্তার মধ্যেই। এক ঘণ্টা পরে বেরিয়ে গেলেন তাঁরা। তবে নিরুত্তর থাকলেন সকলেই।
সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য শান্তা দত্ত বলেছিলেন, ‘আমরা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করব, যেখানে নির্বাচন হয়নি সেখানে কেন ইউনিয়ন রুম খোলা থাকবে। আমাদের ইউনিভার্সিটিতে তো আমরা সব ইউনিয়ন রুম বন্ধ রেখেছি’।
দু-দিন আগেই গত সোমবার কসবার ল কলেজের পড়ুয়ারা বেশ কিছু অভিযোগ তুলে ধরেছিলেন সংবাদমাধ্যমের কাছে। উপাধ্যক্ষকে তাঁদের ডেপুটেশন দিতে চেয়েছিলেন, যদিও সেদিন নয়না চট্টোপাধ্যায় আসেননি৷ উল্লেখ্য সেদিন না এলেও পরের দিনই জেনারেল বডির মিটিং করেন উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়।
advertisement
advertisement
আরও পড়ুন : এই জংলি গাছই পোকা খাওয়া দাঁতব্যথার ওষুধ! জব্দ মাড়ি থেকে ঝরা রক্ত! কর্পূরের মতো উবে যাবে মুখের পচা গন্ধ, ঘা
১.) ‘পড়াশোনা বাদে সব হয় আমাদের কলেজে’
২.) ‘কলেজে আই কার্ড দেখে প্রবেশ করান হয় না পড়ুয়াদের’
৩.) ‘শুধু মাত্র কলেজ গেটেই একটি মাত্র সিসি টিভি রয়েছে, আর কোথাও নেই’
advertisement
৪.) ‘নিরাপত্তা কোথায়’?
৫.) ‘কলেজের রাজনীতি মুক্ত হোক’
গত সোমবার এই রকমই একাধিক দাবি নিয়ে পড়ুয়ারা একজোট হয়েছিলেন কলেজে। কোনও লাভ হয়নি। সেদিন কলেজে আসেননি নয়না চট্টোপাধ্যায় তথা কসবা ল কলেজের উপাধ্যক্ষ। বুধবার ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সঙ্গে দেখা করতে এলেন তিনি। তবে আজও তিনি নির্বাক৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 02, 2025 9:17 PM IST