TRENDING:

৬০০ 'বুড়ো' অটো বাতিল! ১৫ বছরের পুরনো অটোর ভবিষ্যত নিয়ে বড় ঘোষণা

Last Updated:

Auto- যে সব গাড়ির বয়স ১৫ বছর পেরিয়ে গিয়েছে, সেগুলি রাস্তা থেকে তুলে নিতে নির্দেশ দিয়েছিল আদালত। ফলে দক্ষিণ ২৪ পরগনায় বসে গিয়েছে প্রায় ৬০০ 'বুড়ো' অটো। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা : যে সব গাড়ির বয়স ১৫ বছর পেরিয়ে গিয়েছে, সেগুলি রাস্তা থেকে তুলে নিতে নির্দেশ দিয়েছিল আদালত। ফলে দক্ষিণ ২৪ পরগনায় বসে গিয়েছে প্রায় ৬০০ ‘বুড়ো’ অটো।
পুরানো অটো 
পুরানো অটো 
advertisement

পাশাপাশি বয়সের গেঁরোয় বেশ কিছু বাসকেও রুট থেকে তুলে নিতে বাধ্য হয়েছেন মালিকরা। এদিকে, নতুন এবং পুরনো যেসব রুটে নতুন অটো নামানোর কথা ছিল, সেই প্রক্রিয়াতেও জট তৈরি হয়েছে।

পুরনো অটোচালকরাই এ নিয়ে আপত্তি তুলে জেলা প্রশাসনের উপর চাপ বাড়িয়েছেন বলে অভিযোগ। ফলে এ বিষয়ে ধীরে চলার নীতি নিয়েছে প্রশাসন। জেলা সূত্রে জানা গিয়েছে, ১৫ বছর পেরিয়ে গিয়েছে, এমন অটোর তালিকা আসতে শুরু করেছে জেলার পরিবহণ বিভাগের কাছে। সেই সংখ্যা এখনই প্রায় ছ’শোয় গিয়ে ঠেকেছে।

advertisement

আরও পড়ুন- কৌশিকী অমাবস্যায় বিরাট উদ্যোগ! এ দিনের অনেক মাহাত্ম্য! তারাপীঠ মন্দিরে যাচ্ছেন?

এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে রাস্তা থেকে অটোর একাংশ উঠে গেলেও গণপরিবহণে খুব একটা প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে। কারণ যাঁদের অটো বাতিল হয়েছে, তাঁদের বড় অংশই ইতিমধ্যে নতুন অটো কিনে রাস্তায় নামাতে শুরু করেছেন। সমস্যা এখানেই।

advertisement

পুরনো ও নতুন রুটে নয়া অটো নামানো নিয়ে যে জট তৈরি হয়েছে, তা কবে কাটবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আধিকারিকদের কথায়, নতুন করে অটো নামানোর জন্য একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতারা চাপ দিচ্ছেন। আবার পুরনো চালকদের তরফ থেকেও আসছে নানা বাধা।

আরও পড়ুন- হাত বদল হচ্ছে ব্যাগের, দৌড়ল পুলিশ! ধরতেই যা বেরল ব্যাগ থেকে, আঁতকে উঠল বর্ধমান

advertisement

এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। এ নিয়ে বিস্তারিত আলোচনা না করে সিদ্ধান্তে আসা যাবে না। তাই এই সংক্রান্ত কাজকর্ম আপাতত স্থগিত রাখা হয়েছে।

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৬০০ 'বুড়ো' অটো বাতিল! ১৫ বছরের পুরনো অটোর ভবিষ্যত নিয়ে বড় ঘোষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল