বাঁকুড়ার পোয়াবাগানে অবস্থিত উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। প্রতিষ্ঠানের তরফ থেকে দুর্ঘটনায় আক্রান্তের দিকে বাড়িয়ে দেওয়া হচ্ছে সহযোগিতার হাত। উন্নয়নীর ডিরেক্টর শশাঙ্ক দত্ত সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে জানান যে করমণ্ডল দুর্ঘটনায় যে সকল ছাত্র-ছাত্রীরা অনাথ হয়েছেন, তাঁদেরকে প্রায় বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং পড়ার ব্যবস্থা করে দেবে এই প্রতিষ্ঠান।
advertisement
আরও পড়ুন: ‘মানুষের তো কাজে ভুল হয়’, অন্তর্ঘাতের তত্ত্ব উড়িয়ে করমণ্ডল দুর্ঘটনায় বিস্ফোরক দাবি রেলকর্তার!
শুধুমাত্র বাঁকুড়াতেই সীমাবদ্ধ নয়, ডিরেক্টর শশাঙ্ক দত্ত এই বার্তা দিয়েছেন গোটা ভারতবর্ষের ছাত্রছাত্রীদের জন্য। বাঁকুড়ার উন্নয়নীর নাম গোটা ভারতবর্ষে পৌঁছে গিয়েছে প্রতিষ্ঠানের উদ্ভাবনী উদ্যোগগুলির জন্য। যন্ত্রচালিত ঢেঁকি বানিয়ে এক প্রকার তাক লাগিয়েছে বাঁকুড়ার উন্নয়নী। সেই ঢেঁকি কিনতে বিদেশ থেকে আসছেন ক্রেতারা।
আরও পড়ুন: ‘ধামাচাপা দিতে সব সাফ হয় গেল’, করমণ্ডল নিয়ে বিস্ফোরক মমতা! ইঙ্গিত কার দিকে?
ভবিষ্যতে এই ধরনের রেল দুর্ঘটনা যাতে এড়ানো যায় তার জন্য যে কোনও সমাধান তৈরি করতে সম্পূর্ণ সাহায্য করবে প্রতিষ্ঠান। ইঞ্জিনিয়ারিং ছাত্র ছাত্রীদের হাত ধরেই উঠে আসবে ঠিক কীভাবে এড়ানো যেতে পারে এই ধরনের দুর্ঘটনা তার সমাধান, এমনটাই মনে করেন শশাঙ্ক দত্ত।
নীলাঞ্জন ব্যানার্জী