Mamata Banerjee | Odisha Train Accident: 'ধামাচাপা দিতে সব সাফ হয়ে গেল', করমণ্ডল নিয়ে বিস্ফোরক মমতা! ইঙ্গিত কার দিকে?

Last Updated:

Mamata Banerjee | Odisha Train Accident: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বিশেষ সাহায্যের কথাও জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় রাজ্যের আহত ও নিহত যাত্রীদের নিকট আত্মীয়দের আর্থিক সাহায্যের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে ফের একবার এই রেল দুর্ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর বিস্ফোরক দাবি, ‘এত বড় একটা দুর্ঘটনা কী করে ধামাচাপা দেওয়া যায় তার প্রচেষ্টা ও সচেষ্টা চলছে’। ফের একবার রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘মোট আজ পর্যন্ত ১০৩ মৃতদেহ আছে। তার মধ্যে ৮৬ টা মৃতদেহ পেয়েছি। তাই আমরা ৮৬ জনকে চাকরি দিলাম। ৩ জন যাদের হাত কেটে বাদ গিয়েছে, কাজ করতে পারছেন না,তাঁদেরকেও এটা তুলে দেওয়া হল। ১৭২ জন গুরুতর আহত, তাঁদের হাতে ১ লক্ষ টাকা দেওয়া হল। ১০ হাজার টাকা দেওয়া হল ৬৩৫ জন সাধারণ জখমপ্রাপ্তদের।’
advertisement
advertisement
আরও পড়ুন: ক্লাসরুমে থরে থরে লাশ, গড়াচ্ছে রক্তরস! স্কুলে ফিরতে ভয় বাহানাগার পড়ুয়াদের
মুখ্যমন্ত্রী রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বিশেষ সাহায্যের কথাও জানিয়েছেন। মমতা বলেন, ‘পরিযায়ী শ্রমিক ৭৯৯ জন, তাঁদেরও আমরা মানবিক কারণে হাতে ১০ হাজার টাকা দিয়েছি। আগামী তিন মাস ২ হাজার টাকা করে পাবেন।’ পাশাপাশি, জেলাশাসকদের বিশেষ দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘প্রতি জেলাশাসককে বলব কলকাতা, রাজ্য পুলিশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে যোগাযোগ রাখুন। যদি এমন কেউ থাকে তাঁর ছেলেমেয়ের পড়াশোনা চাই, সাহায্য করুন। আমি একটা রিকোয়েস্ট পেয়েছি ৫০টি মেয়ে, ৫০টি ছেলের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছি।’
advertisement
আরও পড়ুন: ঘণ্টায় ১২৮ কিমি গতিবেগে লুপ লাইনে ঢুকে পড়ে করমণ্ডল এক্সপ্রেস, কিন্তু কেন? বিরাট রহস্য
করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে এখনও রাজ্যের ৪০-৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সকাল থেকে চিন্তা করছি কখন পৌঁছবো, সবার তো সব কিছু করার সাধ্য নেই। কিন্তু যতটুকু সাধ্য আছে আমি বলব পরিবারগুসির পাশে দাঁড়াতে’।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee | Odisha Train Accident: 'ধামাচাপা দিতে সব সাফ হয়ে গেল', করমণ্ডল নিয়ে বিস্ফোরক মমতা! ইঙ্গিত কার দিকে?
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement