Coromandel Express Accident: 'মানুষের তো কাজে ভুল হয়', অন্তর্ঘাতের তত্ত্ব উড়িয়ে করমণ্ডল দুর্ঘটনায় বিস্ফোরক দাবি রেলকর্তার!

Last Updated:

Coromandel Express Accident | Odisha Train Accident: কী কারণে হল এমন ভয়ানক রেল দুর্ঘটনা, তার কারণ খুঁজতে মাঠে নেমেছে সিবিআই এবং রেলওয়ে সুরক্ষা কমিটি। পুলিশের কাছে মামলাও দায়ের করেছে রেল।

ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পর
ওড়িশায় ট্রেন দুর্ঘটনার পর
নয়াদিল্লি: ওড়িশার বালাসোরে রেল দুর্ঘটনার পর থেকেই তোলপাড় দেশ। কী কারণে হল এমন ভয়ানক রেল দুর্ঘটনা, তার কারণ খুঁজতে মাঠে নেমেছে সিবিআই এবং রেলওয়ে সুরক্ষা কমিটি। পুলিশের কাছে মামলাও দায়ের করেছে রেল। সম্প্রতি রেলের অফিসারদের সঙ্গে কথা বলেছিল নিউজ ১৮। সেখানে রেলের দাবি, এই দুর্ঘটনায় কোনও অন্তর্ঘাত নেই, রয়েছে মানুষের ভুল। এবং সেটি একেবারেই অনিচ্ছাকৃত ভুল। অতিরিক্ত কাজের চাপে থাকা রেলকর্মীদের দাঁড়াই এমন ভুল হয়েছে।
নিউজ ১৮-কে রেলের এক অফিসার জানিয়েছেন, ‘অতিরিক্ত ব্যস্ত রুট যেমন, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেই রুটে প্রায় ২-৩ মিনিট পর পর ট্রেন চলাচল করে। মাঝে মাঝে কাজের চাপ এমন বেশি থাকে যে, কিছু জিনিস বাদ দিতে হয় চাপে পড়ে। এর পিছনে পুরোটাই দুর্ঘটনা, ইচ্ছাকৃত ভাবে কেউ করেন না এমন।’ তাঁর আরও দাবি, ‘এমন হতে পারে যে পয়েন্ট ঠিক মতো সেট করা হয়নি। বা সিগন্যাল ঠিক ছিল না। বা অন্য কোনও কারণ। কাজের চাপে রক্ষণাবেক্ষণে গাফিলতি ছিল, এমমটাও হতে পারে।’
advertisement
advertisement
আরও পড়ুন: ক্লাসরুমে থরে থরে লাশ, গড়াচ্ছে রক্তরস! স্কুলে ফিরতে ভয় বাহানাগার পড়ুয়াদের
ওই রেল অফিসারের আরও দাবি, ‘কখনও কখনও কর্মীরা এতটাই কাজের চাপে থাকেন যে তাঁদের ভুল হয়। আমাদের সবার ভুল হয়। এটা অবশ্যই অপরাধ কিন্তু একেবারেই ইচ্ছাকৃত নয়। আমি বলব না অন্তর্ঘাত, কিন্তু মানুষের তো কাজে ভুল হয়। এবং তা একেবারেই অনিচ্ছাকৃত। সিস্টেম খুবই স্মার্ট ও সংবেদনশীল। এখানে অন্তর্ঘাত খুব ভারী শব্দ। অনেক সময় সিগন্যালও ফেল করতে পারে। কিন্তু সেক্ষেত্রে সিগন্যাল লাল থাকার কথা।’
advertisement
আরও পড়ুন: ঘণ্টায় ১২৮ কিমি গতিবেগে লুপ লাইনে ঢুকে পড়ে করমণ্ডল এক্সপ্রেস, কিন্তু কেন? বিরাট রহস্য
জানা গিয়েছে, গত শুক্রবার ভুল লাইনে ঢুকে পড়েছিল আপ ১২৮৪১ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস। এর জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাহানগা বাজার স্টেশন অতিক্রম করার পর লুপ লাইনে ঢুকে পড়েছিল চেন্নাইগামী এক্সপ্রেস ট্রেনটি। ঘটনার জেরে ২৭৫ জনের মৃ্ত্যু হয়েছে, কত মানুষ আহত তার কোনও হিসেব নেই।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Coromandel Express Accident: 'মানুষের তো কাজে ভুল হয়', অন্তর্ঘাতের তত্ত্ব উড়িয়ে করমণ্ডল দুর্ঘটনায় বিস্ফোরক দাবি রেলকর্তার!
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement