TRENDING:

West Medinipur News: ওকালতি নয়, নিজের গাঁটের টাকায় যা করেন এই আইনজীবী, জানুন

Last Updated:

নিজের টাকায় প্রত্যেকদিন পথ কুকুর দের জন্য আইনজীবী করেন এই কাজ, তার এই মহতী উদ্যোগকে ধন্য ধন্য করছে সকলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: আদালতে গিয়ে শুধু ওকালতি করা নয়, এক আইনজীবী প্রতিদিন করে চলেছেন বিভিন্ন সামাজিক কাজ। একদিকে যেমন ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য তার পেশা, তেমনি তার নেশা সামাজিক বিভিন্ন কাজ। বাড়িতে লাগিয়েছেন ভিন্ন প্রজাতির গাছ। গাছ পরিচর্যার পাশাপাশি এই আইনজীবী সারাদিন করেন এই কাজ। পেশা নয়, পেশার পাশাপাশি তার নেশা স্থানীয় পথ কুকুরদের খাবার খাওয়ানো। প্রতিদিন এই কাজ করেন তিনি। মানুষের মত সামাজিক এক জীব কুকুর। এই কুকুরদেরও অধিকার আছে সমাজে খেয়ে বেঁচে থাকার। এই ভাবনা থেকেই এমন উদ্যোগ।
advertisement

পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের বাসিন্দা পেশায় আইনজীবী অভিজিৎ সামন্ত। প্রায় প্রতিদিন তিনি তার নিজের কষ্টার্জিত অর্থে পথ কুকুরদের খাবার খাওয়ানো। এটি সাধারণ একটি উদ্যোগ নয়, বরং পশুদের প্রতি তার দায়িত্ববোধের প্রকাশ। সমাজের প্রতি সহানুভূতি এবং মানবিকতার প্রকাশ এই আইনজীবীর।

আরও পড়ুন: দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটেনি! ভরা কোটাল ও নিম্নচাপের জেরে জলমগ্ন হিঙ্গলগঞ্জ

advertisement

প্রসঙ্গত, শীত ,গ্রীষ্ম, বর্ষা বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় পথ কুকুরদের। সামান্য উচ্ছিষ্ট খেয়েই তাদের এই দিন যাপন। তবে গোটা এলাকাকে বিভিন্ন ঘটনা থেকে রক্ষা করে সামান্য এই কয়েকটা কুকুর। তবে কেউ কখনও তাদের উপর আঘাত করে। খেতে দেওয়া তো দূর বরং তাদেরকে নানাভাবে অবহেলা করেন বেশ কিছু মানুষ।

advertisement

আরও পড়ুন: পুলিশকে ভালবাসি, পাশে দাঁড়াই! বিপদে পড়েই সুর বদল, ঘুমের ওষুধের উপরে দায় চাপালেন অনুব্রত

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে প্রায় প্রতিদিন আইনজীবী অভিজিৎ সামন্তের এই উদ্যোগে রাস্তার ধারে ফুটপাতে কিংবা গলির কোনে থাকা পথ কুকুরদের নিয়মিত খাওয়ান তিনি। তাদের নিরাপত্তার বিষয়টিও তিনি গুরুত্ব দিয়ে দেখেন। স্বাভাবিকভাবে শুধু ওকালতি নয়, এই আইনজীবীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ওকালতি নয়, নিজের গাঁটের টাকায় যা করেন এই আইনজীবী, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল