পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের বাসিন্দা পেশায় আইনজীবী অভিজিৎ সামন্ত। প্রায় প্রতিদিন তিনি তার নিজের কষ্টার্জিত অর্থে পথ কুকুরদের খাবার খাওয়ানো। এটি সাধারণ একটি উদ্যোগ নয়, বরং পশুদের প্রতি তার দায়িত্ববোধের প্রকাশ। সমাজের প্রতি সহানুভূতি এবং মানবিকতার প্রকাশ এই আইনজীবীর।
আরও পড়ুন: দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটেনি! ভরা কোটাল ও নিম্নচাপের জেরে জলমগ্ন হিঙ্গলগঞ্জ
advertisement
প্রসঙ্গত, শীত ,গ্রীষ্ম, বর্ষা বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় পথ কুকুরদের। সামান্য উচ্ছিষ্ট খেয়েই তাদের এই দিন যাপন। তবে গোটা এলাকাকে বিভিন্ন ঘটনা থেকে রক্ষা করে সামান্য এই কয়েকটা কুকুর। তবে কেউ কখনও তাদের উপর আঘাত করে। খেতে দেওয়া তো দূর বরং তাদেরকে নানাভাবে অবহেলা করেন বেশ কিছু মানুষ।
আরও পড়ুন: পুলিশকে ভালবাসি, পাশে দাঁড়াই! বিপদে পড়েই সুর বদল, ঘুমের ওষুধের উপরে দায় চাপালেন অনুব্রত
তবে প্রায় প্রতিদিন আইনজীবী অভিজিৎ সামন্তের এই উদ্যোগে রাস্তার ধারে ফুটপাতে কিংবা গলির কোনে থাকা পথ কুকুরদের নিয়মিত খাওয়ান তিনি। তাদের নিরাপত্তার বিষয়টিও তিনি গুরুত্ব দিয়ে দেখেন। স্বাভাবিকভাবে শুধু ওকালতি নয়, এই আইনজীবীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।