Anubrata Mondal Audio Clip Update: 'পুলিশকে ভালবাসি, পাশে দাঁড়াই!' বিপদে পড়েই সুর বদল, ঘুমের ওষুধের উপরে দায় চাপালেন অনুব্রত

Last Updated:

আজই বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অনুব্রত মণ্ডলের হুমকি এবং গালিগালাজের এই অডিও ক্লিপ ভাইরাল হয়৷

ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন অনুব্রত৷
ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন অনুব্রত৷
ইন্দ্রজিৎ রুজ, বোলপুর: বোলপুর থানার আইসি-কে ফোনে কদর্য ভাষায় গালিগালাজ করার পর বিপাকে পড়ে এবার প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল৷ এর আগে দলের নির্দেশে চিঠি লিখেও ক্ষমা চান অনুব্রত৷
যদিও ক্ষমা চাইলেও এখনই পার পাচ্ছেন না তৃণমূল নেতা৷ আগামিকাল তাঁকে বোলপুর থানায় তলব করা হয়েছে৷ অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে বীরভূম জেলা পুলিশ৷ তার মধ্যে যৌন হেনস্থা, সরকারি কর্মচারীকে হুমকি, হেনস্থার মতো গুরুতর অভিযোগ রয়েছে৷
advertisement
advertisement
আজই বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অনুব্রত মণ্ডলের হুমকি এবং গালিগালাজের এই অডিও ক্লিপ ভাইরাল হয়৷ ওই পুলিশ আধিরাকিককে হুমকির পাশাপাশি তাঁর স্ত্রী এবং মাকে জড়িয়েও কুরুচিকর মন্তব্য করতে শোনা যায় অনুব্রতকে৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পরই চার ঘণ্টার মধ্যে অনুব্রতকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় তৃণমূল কংগ্রেস৷
https://youtu.be/lbDYfqSaViA?si=Oe5OhXi4Q9FtGd_w
এর পরই দলকে চিঠি লিখে ক্ষমা চান অনুব্রত৷ ভিডিও বার্তা দিয়েও ক্ষমা চান তৃণমূল নেতা৷ অনুব্রত বলেন, ‘পুলিশের যে সব বড়কর্তারা আছেন সবাই দিদিকে ভালবাসেন৷ পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি, ভালবাসি৷ পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই৷ পুলিশকে গালাগাল দেওয়ার কথা আমি ভাবতেও পারি না৷ পুলিশকে কেউ গাল দিলে বরং আমি তাঁকেই উল্টে অপমান করি৷ পুলিশের পাশে আমি সবসময় থাকি, কোনও ঝগড়াঝাঁটির মধ্যে যাই না৷ পুলিশ কাউকে ডেকে দিতে বললে তাঁকে আমি পুলিশের কাছে পাঠাই৷’
advertisement
অনুব্রত দাবি করেছেন, দলীয় এক কর্মীকে মারধর করা হয়েছে বলে খবর পেয়েই তিনি আইসি-কে ফোন করেছিলেন৷ তখই আইসি আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ অনুব্রতর৷ যদিও আইসি তাঁকে আপত্তিকর কী বলেন, তা খোলসা করতে চাননি অনুব্রত৷
তৃণমূল নেতা বলেন, ‘আমি রাতে ঘুমের ওষুধ খাই৷ নিজের রাগ সামাল দিতে পারিনি৷ এর জন্য আমি দুঃখিত, ক্ষমাপ্রার্থী৷ এই কথা আমার মুখ দিয়ে বেরনো উচিত হয়নি৷’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal Audio Clip Update: 'পুলিশকে ভালবাসি, পাশে দাঁড়াই!' বিপদে পড়েই সুর বদল, ঘুমের ওষুধের উপরে দায় চাপালেন অনুব্রত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement