এমনই একটি ছোটবেলার স্মৃতি বিজরিত খেলনা হল এই ভুটভুটি নৌকা। একসময় শিশুদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিল এই খেলনা নৌকা, যা এখন শুধুই মেলা বা বিভিন্ন উৎসবে খুব কম হলেও বিক্রি হতে দেখা যায়।
মূলত এই ভুটভুটি নৌকা হয় টিনের তৈরি। নৌকার নিচের অংশে দুটি পাইপ থাকে, যেখানে জল দিয়ে কপুর বা তেল দিয়ে আগুন জ্বালিয়ে নৌকার ভিতরে রাখলেই ভুটভুট শব্দ করে জলের মধ্যে এগিয়ে চলে।
advertisement
আরও পড়ুন- জিনাতের পথেই ফিরে গেল প্রেমিক! বাংলা ছাড়ল রয়্যাল বেঙ্গল,তাও কেন বিপদ কাটছে না
ছোট ডেচকি বা গামলার জলে চালানো এই নৌকাগুলি এক সময় শিশুদের মধ্যে ছিল সবচেয়ে আকর্ষণীয় খেলনা। কিন্তু আধুনিক খেলনা এবং প্রযুক্তির প্রভাবে আজকাল এই নৌকা খেলনা অনেকটাই হারিয়েছে তার অস্তিত্ব। তবে জেলা সহ রাজ্যের বিভিন্ন মেলায় এখনও খুঁজলে দেখা মেলে এই নৌকার পসরা নিয়ে বিক্রেতাদের।
এমনকী মেলায় অভিভাবকরা অনেক সময় নিজেদের অতীতের স্মৃতি মনে করিয়ে, সন্তানদের হাতে তুলে দেন প্রায় ৬০ বছরেরও অধিক পুরোনো খেলনা এই ভুটভুটি নৌকা। বর্তমানে এই ভুটভটি নৌকার মূল্য ৫০ টাকা হলেও অতীতে আরও অনেকটাই কম দামে মিলত এটি। জানালেন বিক্রেতা প্রহ্লাদ শেঠ।
আরও পড়ুন- লক্ষী ভান্ডার উপভোক্তাদের সমস্যা দূর, বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
হরেক রঙের এই ভুটভুটি নৌকা যেন আধুনিকতার যুগেও প্রদীপের সলতের মতো জ্বলে রয়েছে। আজকের প্রজন্মের অনেক শিশুদেরও এই খেলনা পেয়ে মুখে ফুটছে হাসি। আর এভাবেই যেন সন্তানদের আনন্দের মধ্যেই বেঁচে থাকছে অতীতের স্মৃতি।
Rudra Narayan Roy