আরও পড়ুন: ৩ নদীর সঙ্গমস্থল, গরমের ছুটিতে দু'দিন প্রকৃতির কোলে কাটাতে যেতেই পারেন গেঁওখালি
শুক্রবার সন্ধ্যায় প্রচণ্ড বেগে ঝড় শুরু হয় মুর্শিদাবাদের কিছু অংশে। বেশকিছু বাড়ির চাল উড়ে যাওয়ার পাশাপাশি গাছ পড়ে যায়। প্রশাসন সূত্রের খবর, ঝড়ের দাপটে গাছের ডাল ও উড়ে আসা নানা বস্তুতে আহত হন স্থানীয় ১০জন। ঝড়ের পর এলাকা পরিদর্শনে বেড়িয়েছেন, সালার ব্লক ও পুলিশ প্রশাসন। আহতদের দেখতে স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদের তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি আনিরুল ইসলাম আনির। আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
advertisement
শুক্রবার বাঁকুড়া, দিনাজপুর, মালদহ, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ের পর মুর্শিদাবাদ-সহ রাজ্যের একাধিক জেলার জায়গায় জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। নদিয়াতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।প্রচন্ড তাপদাহের ফলে নাজেহাল ছিল গোটা মুর্শিদাবাদ জেলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছিল। কিন্তু শুক্রবার বিকেলেই আকাশ কালো করে আসে মেঘে।মুর্শিদাবাদে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লক সহ বিভিন্ন ব্লকে এই বৃষ্টিপাত হচ্ছে।
আরও পড়ুন: স্কুল বাস থেকে নেমে ঘরে ফেরেনি ছেলে... গঙ্গার পারে জুতো, ব্যাগ, সুইসাইড নোট!
এ দিকে উত্তরের ধূপগুড়ি শহর-সহ গোটা ডুয়ার্স জুড়ে কালো মেঘ করে শুরু হয়েছে বৃষ্টি। গরম থেকে কিছুটা রেহাই পেয়েছে শহরবাসীর। দুর্গাপুরেও শুরু হয়েছে বৃষ্টি। দুর্গাপুর শহরবাসীর কালবৈশাখী পর উপভোগ করছে শিলাবৃষ্টি। দুর্গাপুর, পাণ্ডবেশ্বর, অন্ডাল খনি অঞ্চলেও শিলাবৃষ্টি হচ্ছে। তবে *দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি শুরু হবে রবিবার থেকে। সোমবার সেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রবি ও সোমবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কলকাতা সহ বাকি জেলাতেও ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।