Bangla News: স্কুল বাস থেকে নেমে ঘরে ফেরেনি ছেলে... গঙ্গার পারে জুতো, ব্যাগ, সুইসাইড নোট!

Last Updated:

Student Missing: বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে আর বাড়ি ফিরে আসেনি স্থানীয় বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র কাজী রহমান কবীর।

রঘুনাথগঞ্জে ছাত্র নিখোঁজ
রঘুনাথগঞ্জে ছাত্র নিখোঁজ
#মুর্শিদাবাদ: স্কুল থেকে বাড়ি ফেরার পথে রঘুনাথগঞ্জে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার স্কুল থেকে আর বাড়ি ফেরেনি রঘুনাথগঞ্জের বালিঘাটার বাসিন্দা কাজী রহমান কবীর। বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও কোনও খোঁজ পাইনি পরিবারের লোকেরা। শুক্রবার সকালে রঘুনাথগঞ্জের সুভাষ দ্বীপ পার্কের গঙ্গার পারে ওই ছাত্রের স্কুল ব্যাগ ও একটি সুইসাইড নোট দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকেরা। অনুমান গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ওই ছাত্র। রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে।
বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে আর বাড়ি ফিরে আসেনি স্থানীয় বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র কাজী রহমান কবীর। রঘুনাথগঞ্জের বালিঘাটার বাসিন্দা রহমান। সন্ধ্যা থেকে অনেক খোঁজাখুঁজি করেও কোনও খোঁজ না পেয়ে রঘুনাথগঞ্জ থানায় নিজে ডায়েরি দায়ের করেন বাবা কাজী রেজাউল কবীর। শুক্রবার সকালে সুভাষ দ্বীপ পার্কের গঙ্গার পারে একটি স্কুল ব্যাগ স্কুলের জুতো পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ব্যাগের ভিতর থেকে ওই ছাত্রের নাম লেখা বই খাতা ও একটি সুইসাইড নোট উদ্ধার হয়। খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায়। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকেরাও।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার স্কুলে অভিভাবকদের মিটিং ছিল আর সেই কারণে ওই ছাত্র কাজী রহমান কবীরকে বাড়ির লোক একটু বকাবকিও করে। অনুমান করা হচ্ছে সেই কারণেই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ওই ছাত্র। তবে এখনও সঠিকভাবে কিছু জানা যায়নি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারজুড়ে। আত্মীয় আবদুল হাসান সেখ বলেন, "বৃহস্পতিবার সকালে স্কুলে গার্জেন মিটিং ছিল। রেজাল্ট খারাপ হওয়ায় সেখানে কাজী রহমানকে বকাবকি করা হয়েছিল। মিটিং শেষ হলে ওর বাবা মা আগে বাড়ি চলে আসে। পরে স্কুল শেষ হলে বিকেলে স্কুল বাসে করে এসে মুন লাইটের দিকে নামে কাজী রহমান। তারপর এই সুভাষ দ্বীপের পার্কের দিকেই ও হেঁটে আসছিল বলে আমরা জানতে পারি। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি কিন্তু ওর কোনও খোঁজ পাইনি। সকালেই জানতে পারি গঙ্গার পারে ওর স্কুল ব্যাগ আর একটা সুইসাইড নোট পড়ে রয়েছে। পুলিশ তদন্ত করছে। এখনও আমরা সঠিক কিছু জানতে পারিনি।"
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: স্কুল বাস থেকে নেমে ঘরে ফেরেনি ছেলে... গঙ্গার পারে জুতো, ব্যাগ, সুইসাইড নোট!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement