Nalen Gur: টপাটপ তো মুখে তোলেন নলেন গুড়ের রসগোল্লা! কিন্তু এই গুড়ের নাম 'নলেন' কেন জানেন?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Nalen Gur: খেতে তো ভালোবাসেন প্রায় সবাই। পেটপুজো করার আগে ভেবেছেন কখনও কেন এর নাম নলেন গুড় রাখা হল?
advertisement
advertisement
advertisement
কিন্তু এই নলেন শব্দটি কোথা থেকে এসেছে এই নিয়ে নানা মুনির নানা মত। বেশিরভাগ মানুষই বলেন নতুন গুড়ের ‘নতুন’ শব্দটি অপভ্রংশ হয়ে নলেন শব্দটির জন্ম হয়েছে। খেজুর গাছের গায়ে নলি কেটে এই গুড় সংগ্রহ করা হয় বলে একে নলেন গুড় বলা হয় বলে বলেন কেউ কেউ। এটা ঠিক হলেও হতে পারে, কারণ দক্ষিণ ভারতে ‘নরকু’ বলে একটি শব্দ প্রচলিত আছে। যার আক্ষরিক অর্থ হল কাটা বা ছেদন করা।
advertisement
খেজুর গাছের গা কেটেই নলি তৈরি হয় বলে এরকম নাম হলেও হতে পারে। আমাদের এই রাজ্যে এক সময় নলেন গুড়ের বড় হাট বসত। এখন আর সেসব কিছু হয়না। নলেন গুড় থেকে তৈরি হত লালচে বাদামি রঙের চিনি। তাই একে লালি গুড়ও বলা হত। সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য এতটুকু ম্লান হয়নি নলেন গুড়ের মহিমা। আজকাল অবশ্য টিউবেও পাওয়া যায় এই গুড়।
advertisement
গুড় সংগ্রহের জন্য বিকেলের পর বিভিন্ন খেজুর গাছের গা চেঁছে ফেলে ফুটো করে রাখা হয়৷ তারপর ফাঁকা হাঁড়িগুলো ঝুলিয়ে দিয়ে আসা হয়। সারারাত ধরে টুপ টুপ করে রস পড়ে হাঁড়িতে৷ আর পরদিন সকালে রস ভর্তি হাঁড়িগুলো নিয়ে আসা হয়। সেই রস নামিয়ে এনে বিভিন্ন হাঁড়ি থেকে ঢালা হয় একটা বড় পাত্রে। এরপর রস ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে সেই রস থেকে প্রস্তুত করা হয় গুড়৷
advertisement