আরও পড়ুন: ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল, আটকে গেল বাবুলের শপথগ্রহণ! ফের সংঘাত?
বহু পরিবার তাদের কষ্টার্জিত টাকা খরচ করে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পড়তে পাঠিয়ে ছিলেন ইউক্রেনে৷ মাঝপথে পড়া থেমে যাওয়া এবং দেশে ফিরে আসায় অনেকেই ভুগছেন হতাশায় ৷ যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও কি ইউক্রেনে যাবেন পড়ুয়ারা? তা নিয়ে দ্বিধাগ্রস্ত অনেকেই ৷
advertisement
আরও পড়ুন: 'সিপিএম স্টালিনিস্ট দল!' অজন্তার সমর্থনে জাগো বাংলায় লিখলেন ক্ষিতি কন্যা বসুন্ধরা
সদ্য ইউক্রেন ফেরত উত্তর ২৪ পরগনার ডাক্তারি পড়ুয়া স্বাগতা সাধুখাঁ ৷ গোবরডাঙ্গার বেড়গুম গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তিনি। বাড়ি থেকে ইউক্রেনে তাঁর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন স্বাগতা৷ ঘরে বসে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চর্চা করছেন৷ অনলাইনে চিকিৎসা বিজ্ঞানের ক্লাস করলেও অফলাইনে ক্লাসের কথা মনে পড়ছে৷ অনলাইনে ক্লাস চললেও কিভাবে পরীক্ষা হবে তা এখনো জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়া স্বাগতা। দেখা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ মুখ্যমন্ত্রীকে নিজেদের সমস্যার কথা বিশদে জানিয়েছেন ইউক্রেন ফেরত ছাত্র ছাত্রীরা। মমতা বন্দোপাধ্যায় ও আশ্বাস দিয়েছেন। ফলে রাজ্য সরকার ইউক্রেন ফেরত পড়ুয়ারাদের নিয়ে কী পদক্ষেপ করে , সেদিকে তাকিয়ে রয়েছে পড়ুয়ারা৷
রুদ্র নারায়ণ রায়