TRENDING:

সোনার দোকানের মালিককে বোকা বানিয়ে হাত সাফাই! খোয়া গেল লক্ষাধিক টাকার সোনার গহনা, অভিনব কায়দা দেখে অবাক সব্বাই

Last Updated:

অভিনব কায়দায় সোনার দোকানে হাত সাফাই, প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা হাত সাফাই। নকল সোনার গহনা দিয়ে আসল সোনার গহনা নিয়ে চম্পট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: অভিনব কায়দায় সোনার দোকানে হাত সাফাই, প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা হাত সাফাই। নকল সোনার গহনা দিয়ে আসল সোনার গহনা নিয়ে চম্পট। গোটা ঘটনার দৃশ্য বন্দি সিসিটিভি ক্যামেরায়। ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।
সোনার দোকান
সোনার দোকান
advertisement

এমন ঘটনা দেগঙ্গা থানার দেগঙ্গা বাজারের। যেখানকার এক সোনার দোকানের মালিকের দাবি, একজন ক্রেতা এসে ১১ গ্ৰাম ওজনের সোনার বালা জমা দিয়ে দু’ জোড়া সোনার কানের বাড়িতে দেখিয়ে আনার জন্য নিয়ে চলে যায়, দীর্ঘক্ষণ না ফেরায় দোকান মালিকের সন্দেহ হয়, দেখা যায় পুরো সোনাটা নকল, তৎক্ষণাৎ তিনি দেগঙ্গা থানায় অভিযোগ করেন।

advertisement

আরও পড়ুন: পিছন থেকে পথচারীকে ধাক্কা দ্রুতগতির বাইকের, ছিটকে পড়লেন ১২ ফুট দূরে! তারপরেই সব শেষ

উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ওই সোনার দোকানের মালিক সাত-পাঁচ না ভেবেই ওই ব্যক্তিকে বিশ্বাস করে ফেলেছিলেন। তার কথাতেই এমনটা স্পষ্ট। তিনি জানিয়েছেন, “অভিযুক্ত ওই ব্যক্তি দোকানে এসে সোনার বালা জমা দিয়ে প্রথমে ওজন করে নিতে বলেন। ওজন করার সময় দু’জোড়া সোনার কানের লাগবে বলে জানান। তারপর সেগুলি তিনি পাশেই তার বাড়ি হাওয়ায় দেখিয়ে আনার কথা বলেন। এমন অবস্থায় আমি আর কিছু না ভেবেই তাকে বলি ঠিক আছে। কিন্তু এরপর ওই ব্যক্তি যে গেলেন আর এলেন না। পরে আবার তার জমা দেওয়া সোনার বালাগুলি দেখি সবই নকল।”

advertisement

আরও পড়ুন: ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ চারচাকা গাড়ির! দুমড়ে মুচড়ে সব শেষ! ফের বাসন্তি হাইওয়েতে প্রাণ গেল তরতাজা যুবকের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশ এসে তদন্ত শুরু করে। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে এমন অভিনব কায়দায় সোনার দোকানে হাত সাফাইয়ের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে দেগঙ্গা এলাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সোনার দোকানের মালিককে বোকা বানিয়ে হাত সাফাই! খোয়া গেল লক্ষাধিক টাকার সোনার গহনা, অভিনব কায়দা দেখে অবাক সব্বাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল