পিছন থেকে পথচারীকে ধাক্কা দ্রুতগতির বাইকের, ছিটকে পড়লেন ১২ ফুট দূরে! তারপরেই সব শেষ
- Published by:Madhab Das
- local18
Last Updated:
রেসিং বাইকের দৌড়াত্মে প্রাণ গেল এক পথচারীর, এমনই অভিযোগ বারুইপুরে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বিশালক্ষ্মী তলা এলাকায়। ঘটনার পর আটক করা হয় ওই ঘাতক বাইক সহ চালককে।
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পণ মন্ডল: রেসিং বাইকের দৌড়াত্মে প্রাণ গেল এক পথচারীর, এমনই অভিযোগ বারুইপুরে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত বিশালক্ষ্মী তলা এলাকায়। ঘটনার পর আটক করা হয় ওই ঘাতক বাইক সহ চালককে। ঠিক কী ঘটেছিল, চলুন দেখে নেওয়া যাক…
সূত্রের খবর রাস্তা দিয়ে যাচ্ছিলেন বছর পঞ্চাশের জয়ন্ত মন্ডল নামে এক ব্যক্তি। ঠিক সেইসময় পিছন থেকে বেপরোয়া গতিতে একটি রেসিং বাইক এসে ধাক্কা মারে তাকে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর হুড়মুড়িয়ে পড়ে যান ওই ব্যক্তি, গুরুতর আহত হয়। অবস্থা বেগতিক দেখে বাইক চালক বাইক নিয়ে পালানোর চেষ্টা করেন, তখনই এলাকাবাসীরা ওই বাইক চালককে বাইক সহ ধরে ফেলে।
advertisement
advertisement
এদিকে খবর দেওয়া হয় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ঘাতক বাইক সহ বাইক আরোহীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় জয়ন্ত মন্ডলকে উদ্ধার করে এলাকাবাসীরা বারুইপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
স্থানীয় বাসিন্দাদের জন্য অভিযোগ, ওই রেসিং বাইকটি এত জোরে পিছন থেকে ধাক্কা মারে যে জয়ন্ত বাবু ১০-১২ ফুট দূরে ছিটকে পড়েন। তারপরেই নাক দিয়ে রক্তপাত হওয়া শুরু হয়। এর পাশাপাশি তাদের আরও অভিযোগ, বিকাল হলেই এইরকম বাইক রেসিং, বাইক নিয়ে দৌরাত্ম শুরু হয়। এমন ঘটনার একটা বিহিত করা দরকার।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 9:53 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পিছন থেকে পথচারীকে ধাক্কা দ্রুতগতির বাইকের, ছিটকে পড়লেন ১২ ফুট দূরে! তারপরেই সব শেষ