ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ চারচাকা গাড়ির! দুমড়ে মুচড়ে সব শেষ! ফের বাসন্তি হাইওয়েতে প্রাণ গেল তরতাজা যুবকের
- Published by:Madhab Das
- local18
Last Updated:
ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতাগামী একটি স্করপিও গাড়ি ও ঘটকপুকুরগামী একটি ইঞ্জিন ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
বাসন্তী, দক্ষিণ ২৪ পরগনা, কল্যাণ মন্ডল: আবারও রক্তাক্ত বাসন্তি হাইওয়ে। বারবার দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। কয়েকদিন আগেই ভাঙড়ের বামনঘাটায় বিধায়ক শওকত মোল্লার দেহরক্ষীদের পাইলট কারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছিল এক বাইক আরোহীর। সেই শোক এখনও কাটেনি, এরই মধ্যে ফের একই ছবি ধরা দিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে।
শনিবার সন্ধ্যায় ভাঙড় এক নম্বর ব্লকের নলমুড়ি এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতাগামী একটি স্করপিও গাড়ি ও ঘটকপুকুরগামী একটি ইঞ্জিন ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দে এলাকায় মুহূর্তে ছুটে আসেন স্থানীয়রা।
advertisement
advertisement
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার পুলিশ। ইঞ্জিন ভ্যানের চালককে উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম তোয়েব আলী মোল্লা। এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।
advertisement
আর বারবার এইভাবে দুর্ঘটনা সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। এখন বাসন্তি হাইওয়ে যেন এলাকার বাসিন্দাদের কাছে সাক্ষাৎ যমদূত হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে এলাকার বাসিন্দারা দাবি করছেন, বারবার এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কোনও ব্যবস্থা গ্রহণ করা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 9:21 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ চারচাকা গাড়ির! দুমড়ে মুচড়ে সব শেষ! ফের বাসন্তি হাইওয়েতে প্রাণ গেল তরতাজা যুবকের