TRENDING:

পুলিশের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন দাদাগিরি! ভাঙল ধৈর্যের বাঁধ, তারপর যা করলেন বাসিন্দারা

Last Updated:

ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র এসব নিয়েই দাপাদাপি! তার এমন দাপাদাপিতে রীতিমতো ভয়ে তটস্থ হয়ে থাকত এলাকার বাসিন্দারা। তবে এবার সেই বড্ড বাড়াবাড়ির দিন শেষ হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র এসব নিয়েই দাপাদাপি! তার এমন দাপাদাপিতে রীতিমতো ভয়ে তটস্থ হয়ে থাকত এলাকার বাসিন্দারা। তবে এবার সেই বড্ড বাড়াবাড়ির দিন শেষ হল। কেননা সুযোগ পেতেই বাসিন্দারা ওই দুষ্কৃতীকে যুবককে শুটিয়ে লাল করে পুলিশের হাতে তুলে দিল। এমন ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার অন্তর্গত নিমদাঁড়িয়া কোদালিয়া এলাকার টাকে রোডে। ঘটনার সূত্রপাত এক শিক্ষকের উপর আক্রমণ হানার পরিপ্রেক্ষিতে।
বসিরহাট থানা
বসিরহাট থানা
advertisement

জানা যাচ্ছে, কেনা নামের ওই অভিযুক্ত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। ঠিক সেই সময়ই এক শিক্ষক মোটরবাইকে যাচ্ছিলেন। এমন অবস্থায় ওই শিক্ষকের মোটর বাইকের সামনে গিয়ে ধাক্কা মারে অভিযুক্ত। আর তারপর ওই শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে মারতে যাবে ঠিক সেই সময় ওই শিক্ষক চিৎকার করতে শুরু করলে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং হাতেনাতে পাকড়াও করেন অভিযুক্ত কেনাকে।

advertisement

আরও পড়ুন: মণ্ডপে পা রাখলেই চলে যাবেন কল্পনার জগতে! নজরকাড়া থিম, দর্শনার্থীদের মুগ্ধ করবে দুর্গাপুরের মেগা হিট ‘এই’ পুজো

তারপর অভিযুক্তকে পাকড়াও করে তার থেকে এলাকার বাসিন্দারা একটি আগ্নেয়াস্ত্র ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেন। চলে শিক্ষা দেওয়ার পালা। আর এরপর খবর দেওয়া হয় উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার পুলিশকে। পুলিশ এসে ওই দুষ্কৃতিকে গ্রেফতার করে নিয়ে যায়।

advertisement

আরও পড়ুন: আধুনিকতার দাপটে হারাচ্ছে ঐতিহ্য, ঢাকিপাড়ায় এখন চলছে টিকে থাকার লড়াই

অভিযুক্তের বিরুদ্ধে এলাকাবাসীদের একাধিক অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকায় চুরি ছিনতাই থেকে শুরু করে অন্য নানাবিধ দুষ্কৃতকর্ম চালাতেন কেনা। এমনকি তার বিরুদ্ধে থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে খোঁজাখুঁজি করছিল। শেষমেষ গ্রামবাসীদের হাতে আটক হয়ে পুলিশের জালে ধরা পড়ে কেনা। এলাকার বাসিন্দারা ওই দুষ্কৃতীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন দাদাগিরি! ভাঙল ধৈর্যের বাঁধ, তারপর যা করলেন বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল