জানা যাচ্ছে, কেনা নামের ওই অভিযুক্ত আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। ঠিক সেই সময়ই এক শিক্ষক মোটরবাইকে যাচ্ছিলেন। এমন অবস্থায় ওই শিক্ষকের মোটর বাইকের সামনে গিয়ে ধাক্কা মারে অভিযুক্ত। আর তারপর ওই শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে মারতে যাবে ঠিক সেই সময় ওই শিক্ষক চিৎকার করতে শুরু করলে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং হাতেনাতে পাকড়াও করেন অভিযুক্ত কেনাকে।
advertisement
তারপর অভিযুক্তকে পাকড়াও করে তার থেকে এলাকার বাসিন্দারা একটি আগ্নেয়াস্ত্র ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেন। চলে শিক্ষা দেওয়ার পালা। আর এরপর খবর দেওয়া হয় উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার পুলিশকে। পুলিশ এসে ওই দুষ্কৃতিকে গ্রেফতার করে নিয়ে যায়।
আরও পড়ুন: আধুনিকতার দাপটে হারাচ্ছে ঐতিহ্য, ঢাকিপাড়ায় এখন চলছে টিকে থাকার লড়াই
অভিযুক্তের বিরুদ্ধে এলাকাবাসীদের একাধিক অভিযোগ রয়েছে। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকায় চুরি ছিনতাই থেকে শুরু করে অন্য নানাবিধ দুষ্কৃতকর্ম চালাতেন কেনা। এমনকি তার বিরুদ্ধে থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে খোঁজাখুঁজি করছিল। শেষমেষ গ্রামবাসীদের হাতে আটক হয়ে পুলিশের জালে ধরা পড়ে কেনা। এলাকার বাসিন্দারা ওই দুষ্কৃতীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।