Durga Puja 2025: মণ্ডপে পা রাখলেই চলে যাবেন কল্পনার জগতে! নজরকাড়া থিম, দর্শনার্থীদের মুগ্ধ করবে দুর্গাপুরের মেগা হিট 'এই' পুজো

Last Updated:

লক্ষাধিক অত্যাধুনিক লাইট দিয়ে মণ্ডপে থাকছে ব্যপক আলোর রোশনাই। মণ্ডপের আনাচে কানাচে আলোর ঝলকানি মুগ্ধ করবে দর্শনার্থীদের।

+
পুজো

পুজো মণ্ডপে যক্ষপুরী

দুর্গাপুর, দীপিকা সরকার: কৈলাস পর্বতের ওপরে অবস্থিত ধনদেবতা কুবেরের অলকপুরীর আদলে কল্পিত রাজ্যে যক্ষপুরীর এবার দেখা মিলবে দুর্গাপুর শিল্পাঞ্চলে।কাল পোশাক পরিহিত প্রকাণ্ড দৈত্যাকার এক যক্ষের দেখাও মিলবে সেখানে। যক্ষের কল্পিত রূপ ও যক্ষপুরী ঘুরে দেখতে চাইলে আপনাদের আসতে হবে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। সেখানে এমনই অবাক করা দুর্গাপুজোর মণ্ডপের থিম গড়ে তাক লাগাতে চলেছে দুর্গাপুর নবারুণ দুর্গাপুজো কমিটি। তাঁদের পুজোর এবারের থিম ‘যক্ষপুরী’।
থিম পুজোগুলিতে মূলত রাজ্যের, ভিন রাজ্যের ও দেশবিদেশের ধর্মস্থান ও ঐতিহাসিক স্থানগুলির অনুকরণে মণ্ডপ গড়ে তোলা হয়। কিন্তু কাল্পনিক ওই থিম গড়ে নজর কাড়তে চলেছে এবার নবারুণ ক্লাব পুজো কমিটি। ঠিকানাটা জেনে নিন। দুর্গাপুর ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে ভিড়িঙ্গী এলাকায় বিশাল এলাকা নিয়ে গড়ে উঠছে ওই যক্ষপুরী সাম্রাজ্য। ফাইবার, ফিতে, সুতো ও ফোম দিয়ে তৈরি হচ্ছে যক্ষপুরী। লক্ষাধিক অত্যাধুনিক লাইট দিয়ে মণ্ডপে থাকছে ব্যপক আলোর রোশনাই। মণ্ডপের আনাচে কানাচে আলোর ঝলকানি মুগ্ধ করবে দর্শনার্থীদের।
advertisement
advertisement
উজ্জ্বল ওই মণ্ডপে শিল্পীর নিখুঁত হাতে গড়ে তোলা মণ্ডপসজ্জা দর্শনার্থীদের চমক দেবে বলে আশাবাদী পুজো উদ্যেক্তারা। তাঁদের পুজোর থিম প্রায় প্রতিবছরই সেরার সেরা পুরস্কার জিতে নিয়েছে। প্রতিবছরই মণ্ডপের সঙ্গে মানানসই দুর্গা প্রতিমা গড়ে তোলা হয়। যা দর্শনার্থী ও ভক্তদের মধ্যে মণ্ডপের পাশাপাশি প্রধান আকর্ষণ হয়ে ওঠে। শিল্পাঞ্চলের একমাত্র পুজো কমিটি যেখানে বিশাল ময়দান জুড়ে বসে মেলা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুজোয় মণ্ডপ ও প্রতিমা দর্শনের পাশাপাশি দর্শনার্থীদের মেলায় ঘোরাঘুরি চোখে পড়ার মতো হয়। মেলায় কেনাকাটা ও খাওয়াদাওয়া মেতে ওঠেন দর্শনার্থীরা। বহু বছর ধরে ওই মেলা হয়ে আসছে। পুজো ও মেলাকে ঘিরে পুজোর ক’টা দিন এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। ১০ দিন ধরে চলে ওই মেলা। জাতীয় সড়কের পাশে মেলা ও পুজো মণ্ডপ হওয়ায় বিপদজনক এলাকায় পুলিশের তৎপরতাও থাকে অনেক বেশি। পশ্চিম বর্ধমানের আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনীর কড়া নজরদারি চলে ২৪ ঘন্টা।
advertisement
এছাড়াও পুজো কমিটির সদস্যরা সর্বক্ষণ তৎপর থাকেন। তবে এবারে তাঁদের নজীরবিহীন থিম দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা। তাঁদের পুজো এবার ৫৮ তম বর্ষে পদার্পণ করছে। ওই পুজো কমিটির পুজো কার্নিভালে প্রতিবছরই অংশ গ্রহণ করে এবং পুরস্কার প্রাপ্তও হয়েছে। পুজোকে কেন্দ্র করে পুজো কমিটির ব্যস্ততা এখন চরমে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: মণ্ডপে পা রাখলেই চলে যাবেন কল্পনার জগতে! নজরকাড়া থিম, দর্শনার্থীদের মুগ্ধ করবে দুর্গাপুরের মেগা হিট 'এই' পুজো
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement