আধুনিকতার দাপটে হারাচ্ছে ঐতিহ্য, ঢাকিপাড়ায় এখন চলছে টিকে থাকার লড়াই

Last Updated:

আধুনিকতার দাপটে হারাচ্ছে ঢাকের ঐতিহ্য, নিউ ব্যারাকপুর ঢাকিপাড়ায় তাই এখন চলে টিকে থাকার লড়াই। খুব খারাপ অবস্থা ঢাকিদের।

+
ঢাক

ঢাক ও ঢাকি

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: আধুনিকতার দাপটে হারাচ্ছে ঢাকের ঐতিহ্য, নিউ ব্যারাকপুর ঢাকিপাড়ায় তাই এখন চলে টিকে থাকার লড়াই। আলো ঝলমলে থিম পুজো, মাইকের কর্কশ শব্দ আর রেকর্ডেড ঢাকের বোলের ভিড়ে ক্রমশ হারিয়ে যাচ্ছে আসল ঢাকের সুর। ফলে টিকে থাকার লড়াইয়ে আজ ধুঁকছে নিউ ব্যারাকপুরের আগাপুর ঢাকিপাড়া।
প্রায় ৮০ বছরের পুরনো এই ঢাকিপাড়ায় একসময় মাত্র ১০টি পরিবার ঢাক বাজানোর সঙ্গে যুক্ত থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে আরও বহু পরিবার জীবিকা হিসেবে এই শিল্পকে বেছে নিয়েছিল। একসময় এখানকার ঢাকিদের ডাক পড়ত জেলার বাইরে এমনকি দিল্লি, লখনউ, বেনারস, পাঞ্জাব, হরিয়ানা পর্যন্ত। কিন্তু বর্তমানে আর সেভাবে বায়না মেলে না। দুর্গাপুজো ছাড়া সারা বছর হাতে গোনা অর্ডার আসে স্থানীয় এলাকার মধ্যেই। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে অনেক ঢাকি আজ সংসার চালাতে বেছে নিয়েছেন টোটো বা অটো চালানো। কেউ কেউ অন্য অস্থায়ী কাজ করে কোনওরকমে দিন গুজরান করছেন।
advertisement
advertisement
সরকারি সাহায্য হিসেবে মাসে সামান্য এক হাজার টাকা ভাতা মিললেও তাতে সংসার চলে না। তবুও প্রায় ৭০ বছরের ঐতিহ্যকে আগলে রেখেছেন কিছু পরিবার। বারো মাসে তেরো পার্বণের বাংলা বলে এখনও কোনও না কোনও অনুষ্ঠানে অল্পবিস্তর ডাক পড়ে উত্তর ২৪ পরগনার ডাকি পাড়ার বাজনাদারদের। আর সেই আশাতেই দুর্গাপুজোর আগে নিজের ঢাক ও বাদ্যযন্ত্রকে বোল তোলার জন্য প্রস্তুত করছেন ঢাকিপাড়ার শিল্পীরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক ঢাকি আক্ষেপের সুরে জানালেন, একসময় ঢাকের বোলে মণ্ডপ গমগম করত, আজ সব জায়গায় সাউন্ড বক্স। ঢাক এখন শুধু শিল্প, সংসারের ভরসা আর নেই। তবে এভাবেই যেন টিকে থাকার লড়াই চালাচ্ছে ঐতিহ্যবাহী বাংলার এই বাদ্যকাররা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আধুনিকতার দাপটে হারাচ্ছে ঐতিহ্য, ঢাকিপাড়ায় এখন চলছে টিকে থাকার লড়াই
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement