TRENDING:

১০০ তে ৯৩! স্বাস্থ্য-পরিচ্ছন্নতায় রাজ্যে নজির গড়ল বসিরহাট পৌরসভা, কেন্দ্র দিল বড় স্বীকৃতি

Last Updated:

স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন , রোগীদের সুবিধা বৃদ্ধি এবং সুসংগঠিত পরিকাঠামো— সব মিলিয়ে এই কেন্দ্র এখন রাজ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: স্বাস্থ্য ও পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত— বসিরহাট পৌরসভার। স্বাস্থ্য পরিষেবা থেকে পরিচ্ছন্নতা— সব ক্ষেত্রেই নজির গড়ে চলেছে বসিরহাট পৌরসভা। সম্প্রতি শহরের UPSC-3 হেলথ সেন্টার সেন্ট্রাল গভর্নমেন্টের National Quality Assurance Standards (NQAS)  পরীক্ষায় ৯৩% নম্বর পেয়ে রাজ্যের অন্যতম সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই ফলাফল পরিষ্কারভাবে বোঝায় যে নাগরিকদের মানসম্মত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে পৌর প্রশাসন কতটা সক্রিয় ও দায়বদ্ধ। স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, রোগীদের সুবিধা বৃদ্ধি এবং সুসংগঠিত পরিকাঠামো— সব মিলিয়ে এই কেন্দ্র এখন রাজ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
advertisement

শুধু স্বাস্থ্য নয়, পরিচ্ছন্নতা ক্ষেত্রেও বসিরহাট পৌরসভার সাফল্য সমানভাবে উল্লেখযোগ্য। সেন্ট্রাল গভর্নমেন্টের  Solid Waste Management ( SWM)  প্রকল্পে শহর পেয়েছে  “Garbage Free City (GFC-1)”  সার্টিফিকেট। প্রতিদিনের বর্জ্য সংগ্রহ , বৈজ্ঞানিক নিষ্পত্তি, পুনর্ব্যবহার, পৃথকীকরণ এবং জনসচেতনতার নিয়মিত প্রচেষ্টায় গড়ে উঠেছে এক আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা মডেল।

আরও পড়ুন: ১০ হাজার বিনিয়োগেই দুর্দান্ত বিজনেস আইডিয়া! অফলাইন-অনলাইন সবেতেই দারুণ চাহিদা, শীতে বেড়ে যায় কয়েকগুণ

advertisement

View More

উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরকর্মীদের নিরলস পরিশ্রম, আধুনিক পরিকল্পনা এবং শহরবাসীর সক্রিয় অংশগ্রহণে বসিরহাট আজ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যবান শহর হিসেবে রাজ্যজুড়ে প্রশংসিত। শহরের বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত নজরদারি, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব উদ্যোগ এই ধারাবাহিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১০০ তে ৯৩! স্বাস্থ্য-পরিচ্ছন্নতায় রাজ্যে নজির গড়ল বসিরহাট পৌরসভা, কেন্দ্র দিল বড় স্বীকৃতি
আরও দেখুন

ভবিষ্যতে স্মার্ট ও জনবান্ধব শহর গড়ার লক্ষ্য নিয়ে পৌরসভা আরও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এই দ্বৈত সাফল্য প্রমাণ করে পরিচ্ছন্ন পরিবেশের মাঝে সুরক্ষিত স্বাস্থ্যই একটি শহরের প্রকৃত শক্তি,  আর সেই শক্তিকে সামনে রেখেই এগিয়ে চলেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১০০ তে ৯৩! স্বাস্থ্য-পরিচ্ছন্নতায় রাজ্যে নজির গড়ল বসিরহাট পৌরসভা, কেন্দ্র দিল বড় স্বীকৃতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল