শুধু স্বাস্থ্য নয়, পরিচ্ছন্নতা ক্ষেত্রেও বসিরহাট পৌরসভার সাফল্য সমানভাবে উল্লেখযোগ্য। সেন্ট্রাল গভর্নমেন্টের Solid Waste Management ( SWM) প্রকল্পে শহর পেয়েছে “Garbage Free City (GFC-1)” সার্টিফিকেট। প্রতিদিনের বর্জ্য সংগ্রহ , বৈজ্ঞানিক নিষ্পত্তি, পুনর্ব্যবহার, পৃথকীকরণ এবং জনসচেতনতার নিয়মিত প্রচেষ্টায় গড়ে উঠেছে এক আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা মডেল।
আরও পড়ুন: ১০ হাজার বিনিয়োগেই দুর্দান্ত বিজনেস আইডিয়া! অফলাইন-অনলাইন সবেতেই দারুণ চাহিদা, শীতে বেড়ে যায় কয়েকগুণ
advertisement
উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরকর্মীদের নিরলস পরিশ্রম, আধুনিক পরিকল্পনা এবং শহরবাসীর সক্রিয় অংশগ্রহণে বসিরহাট আজ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যবান শহর হিসেবে রাজ্যজুড়ে প্রশংসিত। শহরের বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত নজরদারি, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব উদ্যোগ এই ধারাবাহিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভবিষ্যতে স্মার্ট ও জনবান্ধব শহর গড়ার লক্ষ্য নিয়ে পৌরসভা আরও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এই দ্বৈত সাফল্য প্রমাণ করে পরিচ্ছন্ন পরিবেশের মাঝে সুরক্ষিত স্বাস্থ্যই একটি শহরের প্রকৃত শক্তি, আর সেই শক্তিকে সামনে রেখেই এগিয়ে চলেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভা।





