স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেট গাড়ি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাইভেট গাড়িতে থাকা দুই যাত্রীর। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি প্রায় চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ হঠাৎই দল বেঁধে স্কুলে পুলিশ! মুহূর্তে বদলে গেল ক্লাসরুমের চিত্র, শাসাতে নয়, শেখাতে এলেন দাসপুর ওসি
advertisement
প্রত্যক্ষদর্শীদের সাহায্যে এবং পুলিশের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সকলেই। তবে দুটি গাড়ির লাগামহীন গতিই দুর্ঘটনার কারণ বলে মনে করছেন অনেকে।
দুর্ঘটনার জেরে ওই হাইওয়েতে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। সকালের যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। খবর পেয়ে ন্যাজাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের দাবি, সকালের দিকে এই এলাকায় দ্রুতগতির যান চলাচল বাড়ছে, ফলে দুর্ঘটনার প্রবণতাও বাড়ছে। রাস্তার নিরাপত্তা বাড়াতে পুলিশের আরও কড়া নজরদারি প্রয়োজন বলে মত তাদের।






