TRENDING:

North 24 Pargana News: কষ্ট পাচ্ছেন? মনে হচ্ছে, জীবনটাই মূল্যহীন, ভেঙে পড়বেন না! 'মনের কথা পুলিশ দিদির সঙ্গে' বলুন

Last Updated:

North 24 Pargana News: বন্ধুর সঙ্গে মনোমালিন্য, প্রেমে ব্যর্থ এবার সব বলা যাবে পুলিশ দিদিকে। জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: ‘মনের কথা পুলিশ দিদির সঙ্গে’ নতুন প্রজন্মের ছেলেমেয়েদের জন্য এমনই অভিনব উদ্যোগ নিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বন্ধুর সঙ্গে মনোমালিন্য, প্রেমে ব্যর্থ, শিক্ষকের শাসন, বাবা মায়ের বকাঝকা-সহ যৌন হেনস্থা বা শ্লীলতাহানি। যে কোনও কিছুর শিকার হলেও মন খুলে সমস্ত কিছুই চাইলে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা পুলিশ দিদির সঙ্গে আলোচনা করতে পারবে।
advertisement

কিছুদিন আগে সোদপুরের সুখচরে মোবাইল বেশি দেখার জন্য মা বকাবকি করতেই অভিমানে আত্মহত্যা করেন এক স্কুল ছাত্রী। অপর একটি ঘটনায়, মোবাইল কিনে দেওয়ার জন্য বারংবার অনুরোধ করেছিল এক স্কুল ছাত্র। পরিবারের লোকজন তাতে রাজি না হওয়ায় সেও অভিমানে আত্মহত্যার পথ বেছে নেয়। দুটি ঘটনাই ঘটে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায়।

আরও পড়ুন: সৎ মায়ের জন্য তোয়ালে পরে থানায় কিশোর! বাড়িতে যা ঘটেছে, শুনলে আকাশ থেকে পড়বেন

advertisement

তবে, এগুলি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এই শিল্পাঞ্চলে এই ধরনের ঘটনা আখছাড় ঘটছে এমনটাই উঠে আসছে পুলিশ সূত্রে। এবার তাই নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মনের কথা জানতে অভিনব উদ্যোগ নিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ‘মনের কথা পুলিশ দিদির সঙ্গে’ নাম দিয়ে এই প্রকল্পের সূচনা হল এদিন।

View More

নিজের পছন্দমতো কোনও কিছু না পেলেই অভিমানে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বহু তরুণ-তরুণী এমনকি শিশুরাও। কমিশনারেট এলাকায় একাধিক থানায় টিনেজারদের আত্মহত্যার ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হচ্ছে। ফলে, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মনের কথা বুঝতেই পুলিশের এই উদ্যোগ। প্রকল্পের সুবিধা কী করে পাবে জেনারেশন ওয়াই! ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজোরিয়া জানান, এরজন্য নির্দিষ্ট একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হচ্ছে। সেই নম্বর পুলিশ প্রশাসনের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে। সেখানে ফোন নম্বরে ফোন করে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন নতুন প্রজন্মের ছেলেমেয়ে শিশুরাও।

advertisement

আরও পড়ুন: ‘বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও’, বিদেশ থেকে কাতর আর্তি বড়ঞাঁর ৭ যুবকের! আঁতকে ওঠা ঘটনা

একজন মহিলা পুলিশ অফিসারকে এই কাজের জন্য নিয়োগ করা হবে।পুলিশ দিদি প্রয়োজনমতো তার সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। প্রয়োজনে কাউন্সেলিংও করা হবে। গুরুত্ব বুঝে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে, তাও নেওয়া হবে। মূলত, কী বিষয় নিয়ে তারা অভিমানে রয়েছে তা জেনে সমস্যা সমাধানে উদ্যোগী হবে কমিশনারেটের কর্তারা।

advertisement

ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজোরিয়া বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে টিনএজারদের পাশে থাকার বার্তা দেওয়া যাবে। অনেক সময় তাদের ঠিকমতো করে কাউন্সেলিং না করার জন্যই তারা না বুঝেই আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সেটা রুখতে আমাদের এই পদক্ষেপ। এর আগে ‘পুলিস বন্ধু’র মতো কর্মসূচি নিয়েছিলেন পুলিশ কমিশনার। সেই কর্মসূচিতে ভালই সাড়া পেয়েছে। এবার তাই নতুন কর্মসূচি, মনের কথা পুলিশ দিদির সঙ্গে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঞ্জালমুক্ত বারাসাত গড়ার শপথ! সাফাই কর্মীদের সঙ্গে রাস্তায় নামলেন পৌরপ্রধান
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Pargana News: কষ্ট পাচ্ছেন? মনে হচ্ছে, জীবনটাই মূল্যহীন, ভেঙে পড়বেন না! 'মনের কথা পুলিশ দিদির সঙ্গে' বলুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল