Viral News: সৎ মায়ের জন্য তোয়ালে পরে থানায় কিশোর! বাড়িতে যা ঘটেছে, শুনলে আকাশ থেকে পড়বেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral News: বাড়িতে সৎ মায়ের সঙ্গে তার এমনই অভিজ্ঞতা যে, পুলিশের কাছে চলে গিয়েছে চতুর্থ শ্রেণির ছাত্র।
হায়দরাবাদ: আচমকা পুলিশের দ্বারস্থ চতুর্থ শ্রেণির ছাত্র। তার কারণ শুনলে সত্যিই অবাক হবেন সকলে। ছাত্রের অভিযোগ তার সৎ মায়ের বিরুদ্ধে। সেই অভিযোগ জানাতেই পুলিশের কাছে গিয়েছে সে। পুলিশও হতবাক কী করবে এই সমস্যার সমাধান করতে। শেষ পর্যন্ত ছেলেটির বাবা ও মা-কে ডেকে পাঠায় পুলিশ। তাঁদেরকে অনুরোধ করা হয়, পরিবারে মধুর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের এলুরু জেলায়।
চতুর্থ শ্রেণির ওই ছাত্রের নাম দীনেশ। বাড়িতে সৎ মায়ের সঙ্গে তার এমনই অভিজ্ঞতা যে, সে পুলিশের কাছে চলে গিয়েছে। জানা গিয়েছে, মায়ের মৃত্যুর পর দীনেশের বাবা দ্বিতীয় বার বিয়ে করেন। রবিবার দীনেশের এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান ছিল। সে তার সৎ মা-কে বলেছিল সাদা শার্টটি দিতে, সে পরে অনুষ্ঠানে যেতে চায়। অভিযোগ, সেই সাদা শার্টটি সৎ মা তাকে পরতে দেননি এবং বার্থডে পার্টিতে যেতেও নিষেধ করেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ক্যাফেতে নিজের রক্ত দিয়ে ককটেল বানানোর সময় হাতেনাতে ধরা পড়লেন তরুণী, মারাত্মক কাণ্ড!
view commentsস্নান করে তোয়ালা পরেই দীনেশ পুলিশ স্টেশনে চলে যায়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করার জন্যই দীনেশের এই কাজ। দীনেশের কথা শুনেই তার মা-বাবাকে ডেকে পাঠায় পুলিশ। তাঁদের কাউন্সেলিং সেশন নেওয়ার কথা বলে পুলিশ। সার্কেল ইন্সপেকটর পি চন্দ্রশেখর দীনেশের সমস্ত অভিযোগ শোনার পর এই পরামর্শ দেন তার বাবা ও মা-কে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 2:12 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: সৎ মায়ের জন্য তোয়ালে পরে থানায় কিশোর! বাড়িতে যা ঘটেছে, শুনলে আকাশ থেকে পড়বেন