Murshidabad News: 'বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও', বিদেশ থেকে কাতর আর্তি বড়ঞাঁর ৭ যুবকের! আঁতকে ওঠা ঘটনা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Murshidabad News: মুর্শিদাবাদের বহু শ্রমিককে যেতে হয় কাজের সন্ধানে ভিন রাজ্যে বা ভিন দেশে। সেখানে গিয়েই মারাত্মক কাণ্ড।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলায় শিল্প ও বাণিজ্যের অভাব। তাই মুর্শিদাবাদের বহু শ্রমিককে কাজের সন্ধানে ভিন রাজ্যে বা ভিন দেশে যেতে হয়। এবার সেই বিদেশে কাজে গিয়ে করুণ পরিণতি হল মুর্শিদাবাদের যুবকদের।
মালয়েশিয়ায় কাজে গিয়ে প্রতারণার শিকার হলেন মুর্শিদাবাদ জেলার বড়ঞাঁ ব্লকের ৭ যুবক। ছেলেদের বাড়ি ফিরিয়ে নিয়ে আশার কাতর আর্জি নিয়ে বড়ঞাঁ থানার পুলিশ প্রশাসনের কাছে আবেদন করলেন শ্রমিকের পরিবার। পাশাপাশি, শ্রমিকদের পক্ষ থেকে ভিডিও বার্তা দেওয়া হয়েছে ফিরিয়ে আনার জন্য।
advertisement
আরও পড়ুন: সৎ মায়ের জন্য তোয়ালে পরে থানায় কিশোর! বাড়িতে যা ঘটেছে, শুনলে আকাশ থেকে পড়বেন
জানা গিয়েছে, কিছু মাস আগে বড়ঞাঁ থানার সাটিতাড়া, বাহাদুরপুর-সহ বিভিন্ন এলাকায় ১২ জন যুবক বড়ঞাঁ থানার গোদাপাড়া গ্রামের বাসিন্দার মনিরুল হাসানের হাত ধরে এক লক্ষেরও টাকা বেশি দিয়ে মালয়েশিয়ায় প্যাকিংরের কাজে যায়। পরিবারের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতেই এই মালয়েশিয়ায় যাওয়া। কিন্তু কাজে যাওয়ার পথে ব্যাংককে সঠিক তথ্য না থাকায় পাঁচ যুবককে বাড়ি ফিরে আসতে হয়।
advertisement
আরও পড়ুন: ‘ভাইরাল’ বলেন কথায় কথায়, সোশ্যাল মিডিয়ায় কী ভাবে চালু হল এই শব্দ, আপনি জানেন?
পরিবারের অভিযোগ, বাকি ৭ যুবককে মালয়েশিয়াতে রাজমিস্ত্রির কাজ বলে তাঁদের শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করা হচ্ছে। ফলে মানসিক ভাবে ভেঙে পড়েছেন শ্রমিকরা। শ্রমিকেরা ফিরে আসার জন্য ভিডিও বার্তা দিয়েছেন। এই ঘটনায় ইতিমধ্যেই যুবকের পরিবার বড়ঞাঁ থানায় দ্বারস্থ হয়েছেন।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 5:21 PM IST