লক্ষণ দেখেও ফেলে রাখার ফল! ফুসফুসের ক্যানসার কখন ধরা পড়লে সারে? জানাচ্ছেন চিকিৎসক
অনেকেরই প্রশ্ন এটি কি আদৌ খাওয়া যায়! নাকি কোনো ঔষধি কাজে লাগে! এমন নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এই ফল দেখতে আসা মানুষদের মধ্যে। কারও মতে এটি তরমুজ গোত্রের কোনও বিরল প্রজাতি, আবার কারও ধারণা এটি লাউয়ের কোনও বিশেষ ধরনের জাত।গাছের মালিক মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ফলটি নাকি অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু। তাঁর কথায়, অনেক বছর ধরে চাষ করি, কিন্তু এ রকম ফল আগে দেখিনি। স্বাদও দারুণ।
advertisement
গাছ বিশেষজ্ঞদের কথায়, ইংরেজিতে এই ফলের নাম (কেলাবাস)। এই ধরনের ফল ১০ থেকে ১২ কেজি হতে পারে। বর্তমানে ফলটির আকার, রং ও গঠন দেখে স্থানীয়দের মধ্যে বেশ আকর্ষণ সৃষ্টি করেছে। আর তাই এই মহা শিব ফল বা দশ বেল ফল দেখতে প্রতিদিনই বইছগাছিয়া গ্রামে আসছেন বহু মানুষ। আর এই ফলই যেন এখন এলাকার মানুষের গর্ব হয়ে উঠেছে, হবে নাই বা কেন! এই ফলের কারণেই আজ গোটা গ্রামকে চিনছে মানুষ।