আরও পড়ুনঃ আচমকাই সক্রিয় আধার! আবির খেলায় মাতলেন জামালপুরের বাসিন্দারা
বিশ্বজিৎ বাবুর যথেষ্ট বয়স হয়েছ , তাই কিছুটা আশা নিয়ে বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন। হয়ত ভাতা পেলে একটু সুবিধা হত তাঁদের । কিন্তু একাধিক বার আবেদন করার পরেও কোনওরকম ভাতা তিনি পাননি। এই প্রসঙ্গে তিনি বলেন , তিনি দুবার আবেদন করেছেন কিন্তু ভাতা পাননি । তাঁর বয়স হয়েছে কিন্তু কেন তিনি ভাতা পাচ্ছেন না তা বুঝে উঠতে পারছেন না ।
advertisement
অন্যদিকে কালনা দু’নম্বর ব্লকের অন্তর্গত এক বাসিন্দা হলেন তাঁরা দাস । জানা যায় তিনি , পূর্ব সাতগেছিয়া পঞ্চায়েতের শাসপুর স্কুল পাড়ার বাসিন্দা। এই তাঁরা দাসের বয়স ৯০ বছর। তাঁর স্বামীও মারা গিয়েছেন । এই বৃদ্ধা মহিলাও তাঁর বিধবা ভাতা এবং বৃদ্ধ ভাতার জন্য বারবার আবেদন করলেও কোনওরকম সুরাহা হয়নি এই প্রসঙ্গে তাঁরা দাসের পুত্রবধূ নীলিমা দাস জানান, বহুবার আবেদন করা সত্বেও কোনও সমাধান হয়নি । তাঁর শাশুড়ির এখন ৯০ বছর বয়স । এখনও যদি ভাতা না পায় তাহলে আর কবে পাবে । এই ভাতা পেলে তাঁর শাশুড়ির অনেক উপকার হবে বলে জানা গিয়েছে ।
যদিও এই বিষয়ে কালনা পৌরসভার উপ পুরপ্রধান তপন পড়েল জানান, পুরো বিষয়টা তিনি খতিয়ে দেখবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান করার ব্যবস্থা করবেন। এখন দেখার বিষয় ঠিক কতদিনে সমস্যার সমাধান হয় ।
বনোয়ারীলাল চৌধুরী