Aadhaar Card: আচমকাই সক্রিয় আধার! আবির খেলায় মাতলেন জামালপুরের বাসিন্দারা
- Written by:Saradindu Ghosh
- Published by:Salmali Das
Last Updated:
Aadhaar Card: জামালপুরের অধিকাংশের আধার কার্ড সক্রিয় হয়ে গেল আচমকাই। মুখ্যমন্ত্রীর চাপে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার আধার বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে দাবি এলাকার বাসিন্দাদের।
জামালপুরঃ জামালপুরের অধিকাংশের আধার কার্ড সক্রিয় হয়ে গেল আচমকাই। মুখ্যমন্ত্রীর চাপে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার আধার বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। সেই কারণেই তাঁদের আধার কার্ড আবার সক্রিয় করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। আধার কার্ড অ্যাক্টিভ হয়ে উঠতেই আনন্দে সবুজ আবির খেলা শুরু করেন বাসিন্দারা। একে অপরকে আবির মাখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা। মুখ্যমন্ত্রীর ছবিতে মালা পরিয়ে আবির মাখিয়ে কৃতজ্ঞতা জানালেন বাসিন্দারা। এলাকায় গিয়েছেন অতিরিক্ত জেলা শাসক-সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর প্রশংসাপত্র তুলে দেওয়া হয়েছে ওইসব বাসিন্দাদের হাতে।
একের পর এক আধার বাতিলের চিঠি আসছিল পূর্ব বর্ধমানের জামালপুরের আবুঝহাটি, জৌগ্রাম-সহ বিভিন্ন এলাকায়। শতাধিক ব্যক্তির কাছে আধার বাতিলের চিঠি আসছিল কেন্দ্রীয় সংস্থার কাছ থেকে। মেমারিতেও বহু মানুষের কাছে এই আধার বাতিলের চিঠি এসেছিল। ফলে চরম উদ্বেগের মধ্যে পড়েছিলেন তাঁরা। এইসব বাসিন্দাদের রেশন বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধ ছিল ব্যাঙ্কের লেনদেন। শুধু তাই নয়, তাঁদের এ দেশের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল এই চিঠিতে। আধার বাতিলের ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। শুরু হয় রাজনৈতিক চাপানউত্তর। আধার বাতিল হওয়া বাসিন্দারা সব রকম সুবিধা পাবেন, আধার কেন্দ্রীক কোনও পরিষেবা বাতিলের হবে না বলে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
রাজ্যের নির্দেশে এলাকায় এলাকায় ক্যাম্প করে আধার নিষ্ক্রিয় হয়ে যাওয়া বাসিন্দাদের তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়। এসবের মাঝেই মঙ্গলবার রাত থেকে হঠাৎ করেই আধার অ্যাক্টিভ করা হয়েছে বলে উৎকন্ঠায় থাকা বাসিন্দাদের ফোনে এসএমএস আসতে শুরু করে। অনেকেই এই এসএমএস পেয়েছেন। তাতে তাঁদের উদ্বেগ কমেছে অনৈকটাই। আধার কার্ড ফের সচল হওয়ায় আবির খেলে উচ্ছ্বাস প্রকাশ করেন বাসিন্দারা। তার মধ্যে এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলাশাসক সাধারণ আধার নিষ্ক্রিয় হয়ে যাওয়া বাসিন্দাদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শংসাপত্র তুলে দেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 21, 2024 7:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Aadhaar Card: আচমকাই সক্রিয় আধার! আবির খেলায় মাতলেন জামালপুরের বাসিন্দারা








