আর এই বাঙালির কাছে সবচেয়ে ভ্রমণ প্রিয় জায়গা হল উত্তর ভারত এবং রামলালা দর্শন। খবরের শিরোনামেসব জায়গায় উঠে এসেছে প্রায় ৫০০ বছর পর রামলালা তার নিজের বাড়িতে ফিরে এসেছেন।
রামলালার দর্শনের জন্য ইতিমধ্যে দেশ-বিদেশ এবং দূর-দূরান্ত থেকে পর্যটকদের ভিড় জমছে চোখে পড়ার মতো। আর ঠিক সেই জায়গায় এমন কিছু স্টেশন রয়েছে যে স্টেশন থেকে রামলালার দর্শনে যাওয়ার জন্য তেমন কোনও ট্রেন এর সুবিধা নেই।
advertisement
আরও পড়ুন- ৩৩ হাজার মানুষকে ‘ধমক’ বিরাট কোহলির, এক কথায় সবাই চুপ! এমন ঘটনা আগে ঘটেনি
এবার সেই কথা মাথায় রেখেই আইআরসিটিসি ইস্ট জোন-এর তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, উত্তর ভারত এবং রামলালা দর্শনের জন্য একটি ট্রেন চালু করা হবে।
সেই ট্রেনের নাম ভারত গৌরব ট্রেন।এটি প্রথম ভারত গৌরব ট্রেন হিসাবে বিবেচিত হবে।এই ট্রেনটি আগামী মে মাসের ১৮ তারিখ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করবে।আর এই ট্রেনটি মূলত দুটো তীর্থস্থান মাতা বৈষ্ণোদেবী এবং অযোধ্যা রামলালা দর্শন করাবে।
তবে কোন কোন স্টেশন থেকে আপনি এই ট্রেনের যাত্রা উপলব্ধি করতে পারবেন! সে ক্ষেত্রে জেনে রাখুন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে এছাড়াও মালদা টাউন,রামপুরহাট,দুমকা,ভাগলপুর জামালপুর কিউল এবং পাটনা।
আর এই ট্রেনের মধ্যে যাত্রীদের জন্য বিশেষ রকমের সুবিধা রয়েছে তার মধ্যে একটি হলও আরামদায়ক ভ্রমণ স্লিপার ক্লাসে। এছাড়াও থাকবে নিরামিষ ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার এর সুবিধা।
আরও পড়ুন- সরকারি চাকরি করেন ‘এই’ ভারতীয় ক্রিকেটাররা! মোটা টাকা মাইনে, অবাক করবে নামগুলো
যেখানে থাকার প্রয়োজন রয়েছে সেই সমস্ত জায়গায় নন এসি বাসের সাথে নন এসি হোটেলের ব্যবস্থা থাকবে। ট্রেনের মধ্যে সকলের জন্য থাকবে সিকিউরিটি গার্ড সিসিটিভি ক্যামেরা এবং পি এ সিস্টেম। এবং এই সমস্ত বিষয়টি থাকবে ট্রাভেল ইন্সুরেন্সে এর তত্ত্বাবধানে।
তবে কীভাবে যেতে পারবেন এই প্যাকেজের মাধ্যমে।এই বিষয়ে জানিয়ে রাখা ভালো ইতিমধ্যে irctc এর পক্ষ থেকে এই প্যাকেজের বুকিং শুরু হয়ে গেছে। আর আপনি যদি বুকিং করতে চান তাহলে ওয়েবসাইট রয়েছে www. Irctc tourisms.com এ login এর মাধ্যমে বুকিং করা যেতে পারে।
এছাড়াও 24#7 যে হেল্প লাইন নম্বর রয়েছে সেগুলি হল 8595904074 এই নম্বরে ফোন করেও আপনি বুকিং করতে পারবেন।আর ৮ রাত্রি ৯ দিনের এই সমস্ত প্যাকেজের খরচা মাত্র ১৭৯০০ টাকা। আর যদি সমস্ত প্যাকেজটি অনলাইনের মাধ্যমে বুকিং করেন তাহলে ইএমআই এর সুবিধা পাওয়া যাবে।
সৌভিক রায়