৩৩ হাজার মানুষকে 'ধমক' বিরাট কোহলির, এক কথায় সবাই চুপ! এমন ঘটনা আগে ঘটেনি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl 2024 Virat Kohli Angry at Wankhede: এবার ওয়াংখেড়েতে নিজের ধক দেখালেন কোহলি। দেখালেন, তিনি কেন কিং কোহলি! বৃহস্পতিবার ফাফ ডু’প্লেসির আরসিবিকে ঘরের মাঠে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ শেষে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জড়িয়ে ধরেন বিরাট কোহলি। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
মুম্বই: তিনি বিরাট কোহলি। তিনি দেশের মানুষের নয়নের মণি। যে কোনও মানুষের মনে তাঁর জন্য নিস্বার্থ ভালবাসা ও শ্রদ্ধা রয়েছে। এ কথা এই সময়ে দাঁড়িয়ে হলফ করে বলা যায়।
বিরাট কোহলিকে অনেকেই কিং বলে ডাকে। তাঁর চালচলন, হাবভাব, কাজ-কর্ম রাজার মতোই। তিনি চাইলে রাজার মতোই শাসন করতে পারেন, আবার ভালবেসে কাছে টেনে নিতে পারেন। তিনি দেশের জন্য জান কবুল করতে পারেন, আবার তাঁর দলের কেউ বিপদে পড়লে তিনি একাই ঝাঁপিয়ে পড়তে পারেন।
আরও পড়ুন- KKR News: আইপিএল থেকে ছিটকে গেলেন কেকেআরের তারকা ব্যাটার? জেনে নিন বিস্তারিত
এবার ওয়াংখেড়েতে নিজের ধক দেখালেন কোহলি। দেখালেন, তিনি কেন কিং কোহলি! বৃহস্পতিবার ফাফ ডু’প্লেসির আরসিবিকে ঘরের মাঠে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ শেষে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জড়িয়ে ধরেন বিরাট কোহলি। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
advertisement
সেই ছবির থেকেও বেশি ছড়াল আরেকটি ভিডিও। ওয়াংখেড়ের ৩৩ হাজার দর্শককে এক কথায় চুপ করিয়ে দিলেন বিরাট। আর তাঁর কথাও শুনল এতগুলো মানুষ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে ম্যাচ খেলছিল মুম্বই। তখনই দর্শকরা সেই জঘন্য কাজটি করছিলেন, যেটা তাঁরা গত কয়েকটা ম্যাচে করে আসছেন।
Kohli not appreciating the booing of hardik by Wankhede crowd. Telling them to cheer and reminding them he's an India player #MIvsRCB pic.twitter.com/ok5SYa3AkA
— Vighnesh Rane (@Vighrane01) April 11, 2024
advertisement
ঘরের মাঠেও হার্দিককে দুয়ো দিচ্ছিলেন তাঁরা। দর্শকদের সেই কাজ দেখে থ বিরাট। তিনি মাঠ থেকেই দর্শকদের উদ্দেশে আবেদন করলেন, এমনটা যেন আর না করা হয়! হার্দিক পান্ডিয়া ভারতের ক্রিকেটার, সেটা দর্শকরা যেন ভুলে না যান।
আরও পড়ুন- KKR News: কেকেআরের কাছে বিরাট সুযোগ,পাকা হবে প্লে অফের টিকিট!জেনে নিন বিস্তারিত
বিরাট কোহলির কথা শুনে গোটা স্টেডিয়াম হার্দিকের নামে স্লোগান দেওয়া বন্ধ করল। এমন ছবি কিন্তু আগে কখনও দেখা যায়নি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 13, 2024 2:08 PM IST