ঝাড়গ্রাম শহর থেকে মাত্র তিন কিলোমিটারের মধ্যে রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেচন্দা এলাকায় রয়েছে বিশাল জলরাশির রাজবাঁধ। বিশাল জলরাশির পাশেই রয়েছে গভীর শাল জঙ্গল। গভীর শাল জঙ্গলের একপাশে হালকা শাল ও সোনাঝুরির মিশ্রণের ছোট্ট একটি বাগান। আর এই বাগানেই নতুন পিকনিক স্পট হিসেবে ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে। মনোরম পরিবেশের স্নিগ্ধতা উপভোগ করার জন্য ভিড়ো জমছে দূর দূরান্তের বহু পিকনিক পার্টির।
advertisement
আরও পড়ুন: সর্বনাশ! দেখা মিলত কেবল আমাজনে, এবার খোঁজ মিলল ঝাড়গ্রামে! মাংস ছিড়ে খেয়ে নেয় এই গাছ
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পিকনিক করার পাশাপাশি গভীর শাল জঙ্গলের বুক চিরে চলে গেছে একটি লাল মোরাম রাস্তা, সেই মোরাম রাস্তার মধ্য দিয়ে হেঁটে গিয়ে শাল জঙ্গলের স্বাদও উপভোগ করা যাবে। রাজবাঁধের বিশাল জলরাশিও উপভোগ করা যাবে, বাড়তি পাওনা হিসেবে থাকছে এই সময় পরিযায়ী পাখি দেখার সুযোগ। প্রতিবছর শীতের সময় প্রচুর পরিযায়ী পাখির আগমন হয় রাজবাঁধে।
আরও পড়ুন: আমলাশোল, কাঁকড়াঝোড়ে বেড়াবেন? সস্তার হোমস্টের পরিষেবা আদৌ কেমন, এখনই জেনে নিন
এই শীতের মরশুমে শাল ও সোনাঝুরির জঙ্গলের মধ্যে পিকনিকের আনন্দে মেতে ওঠার ইচ্ছা থাকলে সেরা ডিস্টিনেশন হতে পারে রাজবাঁধ সংলগ্ন শাল জঙ্গল। পিকনিক করার পাশাপাশি বাড়তি পাওনা হিসেবে রয়েছে পরিযায়ী পাখি দেখার সুযোগ।
বুদ্ধদেব বেরা