TRENDING:

Jhargram News: বিশাল জলরাশি, গভীর শালবন! নতুন এই পিকনিক স্পটে গেলেই প্রাণ জুড়িয়ে যাবে গ্যারান্টি

Last Updated:

শাল ও সোনাঝুরির জঙ্গলে পিকনিক করার ইচ্ছা থাকলে চলে আসুন এই জায়গায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: আর মাত্র কয়েকটা দিন, তারপরেই নতুন বছরের আগমন। জমিয়ে পড়েছে শীতও। এই আমেজ উপভোগ করার জন্য বহু মানুষ বেরিয়ে পড়ছেন বাড়ি থেকে পিকনিক করার উদ্দেশ্যে। অনেকেই ঠিক করতে পারছেন না কোথায় পিকনিক করবেন। নদীর তীরে, পাহাড়ের কোলে, না জঙ্গলের ধারে। বাড়ির সামনাসামনি ভাল ডেস্টিনেশন হলে পিকনিক করার মজাটা আরও বেড়ে যায়। শাল জঙ্গল ও সোনাঝুরি বাগানের মধ্যে পিকনিকের নতুন ডেস্টিনেশন হয়ে উঠেছে রাজবাঁধ সংলগ্ন শালের জঙ্গল।
advertisement

ঝাড়গ্রাম শহর থেকে মাত্র তিন কিলোমিটারের মধ্যে রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেচন্দা এলাকায় রয়েছে বিশাল জলরাশির রাজবাঁধ। বিশাল জলরাশির পাশেই রয়েছে গভীর শাল জঙ্গল। গভীর শাল জঙ্গলের একপাশে হালকা শাল ও সোনাঝুরির মিশ্রণের ছোট্ট একটি বাগান। আর এই বাগানেই নতুন পিকনিক স্পট হিসেবে ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে। মনোরম পরিবেশের স্নিগ্ধতা উপভোগ করার জন্য ভিড়ো জমছে দূর দূরান্তের বহু পিকনিক পার্টির।

advertisement

আরও পড়ুন: সর্বনাশ! দেখা মিলত কেবল আমাজনে, এবার খোঁজ মিলল ঝাড়গ্রামে! মাংস ছিড়ে খেয়ে নেয় এই গাছ

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পিকনিক করার পাশাপাশি গভীর শাল জঙ্গলের বুক চিরে চলে গেছে একটি লাল মোরাম রাস্তা, সেই মোরাম রাস্তার মধ্য দিয়ে হেঁটে গিয়ে শাল জঙ্গলের স্বাদও উপভোগ করা যাবে। রাজবাঁধের বিশাল জলরাশিও উপভোগ করা যাবে, বাড়তি পাওনা হিসেবে থাকছে এই সময় পরিযায়ী পাখি দেখার সুযোগ। প্রতিবছর শীতের সময় প্রচুর পরিযায়ী পাখির আগমন হয় রাজবাঁধে।

advertisement

আরও পড়ুন: আমলাশোল, কাঁকড়াঝোড়ে বেড়াবেন? সস্তার হোমস্টের পরিষেবা আদৌ কেমন, এখনই জেনে নিন

এই শীতের মরশুমে শাল ও সোনাঝুরির জঙ্গলের মধ্যে পিকনিকের আনন্দে মেতে ওঠার ইচ্ছা থাকলে সেরা ডিস্টিনেশন হতে পারে রাজবাঁধ সংলগ্ন শাল জঙ্গল। পিকনিক করার পাশাপাশি বাড়তি পাওনা হিসেবে রয়েছে পরিযায়ী পাখি দেখার সুযোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: বিশাল জলরাশি, গভীর শালবন! নতুন এই পিকনিক স্পটে গেলেই প্রাণ জুড়িয়ে যাবে গ্যারান্টি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল