Jhargram News : আমলাশোল, কাঁকড়াঝোড়ে বেড়াবেন? সস্তার হোমস্টের পরিষেবা আদৌ কেমন, এখনই জেনে নিন
- Reported by:Buddhadev Bera
- hyperlocal
- Published by:Sanchari Kar
Last Updated:
ঝাড়গ্রামে পর্যটকের আনাগোনা বৃদ্ধি পেতেই প্রশাসনের সহযোগিতায় ১০০টিরও বেশি জেলার বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে হোমস্টে।
ঝাড়গ্রাম: বেড়াতে গিয়ে উন্নত মানের পরিষেবার জন্য নামীদামি হোটেল বা রিসোর্ট এর উপর ভরসা রাখেন বহু পর্যটকদের। কিন্তু এবার সেই সব দিন অতীত হতে চলেছে। গ্রামীন হোমস্টেতেও পাওয়া যাবে ফাইভ স্টার হোটেলের চেয়েও উন্নত মানের পরিষেবা এবং হোমস্টে কর্তৃপক্ষের মন ছুঁয়ে যাওয়ার মত অতিথি আপ্যায়ন। অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে পর্যটকের আনাগোনা বৃদ্ধি পেতেই প্রশাসনের সহযোগিতায় ১০০টিরও বেশি জেলার বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে হোমস্টে। কেউ অভিজ্ঞ বা কারও বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। এই অবস্থায় পর্যটকের মন কী ভাবে তাঁরা বুঝবেন এবং কী ভাবে জয় করবেন, সেই প্রসঙ্গে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় ঝাড়গ্রামে।
যেখানে অংশগ্রহণ করে ঝাড়গ্রাম জেলার আমলাশোল, বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়, লকাট, গোপীবল্লভপুর-সহ বিভিন্ন প্রান্তের হোমস্টের মালিক এবং কর্মচারীরা। তাঁদের হাতে-কলমে বুঝিয়ে দেওয়া হয় কী ভাবে পর্যটকদের খেয়াল রাখতে হবে। কী ভাবে পর্যটকদের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার পরিবেশন করতে হবে। পর্যটকের থালির খাবার শেষ হয়ে গিয়েছে কিন্তু এখনও তিনি আর কি খেতে চাইছেন? সেটা নিমেষে বুঝে নিতে হবে হোমস্টে কর্তৃপক্ষকে এবং তা তুলে দিতে হবে তার থালিতে।
advertisement
এই ভাবেই পর্যটকের খেয়াল রাখতে হবে। এই প্রশিক্ষণ দেন কলকাতার আইএইচএম এর সিনিয়র লেকচারার সৌরভ হালদার। ঝাড়গ্রামে পর্যটনের গুরুত্ব বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ঝাড়গ্রাম ট্যুরিজম বিভিন্নভাবে কাজ করে চলেছে। ঝাড়গ্রাম ট্যুরিজমের উদ্যোগে ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের কলকাতা রিজিওনাল অফিসের সহযোগিতায় হোমিস্টে কর্তৃপক্ষ ও কর্মচারীদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।
advertisement
advertisement
এবার জঙ্গলমহলে বেড়াতে আসা পর্যটকরা নামীদামি হোটেল এবং রিসর্টদের থেকেও উন্নত মানের পরিষেবা পাবে পাহাড় জঙ্গলে ঘেরা গ্রামীণ হোমস্টে গুলির থেকে। পর্যটকদের মন হয়তজয় করতে পারবে হোমিস্টের কর্তৃপক্ষ এবং তাঁর কর্মীরা।
বুদ্ধদেব বেরা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 27, 2024 8:16 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jhargram News : আমলাশোল, কাঁকড়াঝোড়ে বেড়াবেন? সস্তার হোমস্টের পরিষেবা আদৌ কেমন, এখনই জেনে নিন









